রবিবার, ১৮ মে, ২০২৫, ০১:৫২:৩৭

এবার হিরো আলমের নতুন ৫ নায়িকা, একজনকে বিয়ে করবেন!

এবার হিরো আলমের নতুন ৫ নায়িকা, একজনকে বিয়ে করবেন!

বিনোদন ডেস্ক : নতুন সম্পর্কে জড়িয়েছেন হিরো আলম, এমনটাই শোনা যাচ্ছে। সামাজিক মাধ্যম থেকে নেটিজেনরা জানাচ্ছেন হিরো আলম প্রেম করছেন। তাঁর প্রেমিকার নাম ইতি। হতে পারে ইতিকে হিরো আলম এরইমধ্যে বিয়েও করে ফেলেছেন।

কিন্তু হিরো আশরাফুল আলম ওরফে হিরো আলম বিষয়টিকে নাকচ করে দিয়েছেন।  কিন্তু সেটি আবার পুরোপুরি নাকচও নয়। জানালেন শিগগির বিয়ে করছেন এই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটোর। রবিবার দুপুরে হিরো আলম কালের কণ্ঠকে বলছেন, বিষয়টা মোটেও তেমন না।

আমি নতুন উদ্যমে কাজ শুরু করেছি। আমার সঙ্গে পাঁচজন নতুন মেয়ে কাজ করছে। বলা যায় আমি পাঁচ নতুন নায়িকা নিয়ে কাজ শুরু করেছি। তাদের সঙ্গেই আমার নতুন জুটি গড়ে উঠেছে। পাঁচজন হলেন, ইতি চৌধুরী, জুই, দিয়া মনি, তাকশির রয় ও নীলা।

তবে এই পাঁচজনের মধ্যে একজনকে হিরো আলম বিয়ে করবেন বলেও জানালেন। কাকে বিয়ে করবেন সেটা এখনই স্পষ্ট করছেন না। এ বিষয়ে সামাজিক মাধ্যমে আলোচিত এই ব্যক্তি বললেন, আমি এদের মধ্যে একজনকে বিয়ে করবো। কিন্তু কাকে বিয়ে করবো এখনো ঠিক করিনি।

আমার ভক্তরা যাকে আমার সঙ্গে মানাবে- এমনটা বলবে- তাঁর সঙ্গেই বিয়ে নিয়ে কথা বলবো। সে রাজি হলে বিয়ে করবো।
কদিন আগেই স্ত্রী রিয়ামনির সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে। এই নিয়ে রিয়া মনি ও হিরো আলম দুজনই সাংবাদিকদের ডেকে নিজেদের অভিযোগ শুনিয়েছেন। মূলত হিরো আলমের সদ্য প্রয়াত বাবার পাশে রিয়া মনি ছিলেন না- এমনই অভিযোগ ছিল;  একই সঙ্গে অভিযোগ ছিল রিয়া মনি অন্য মডেলের সঙ্গে কাজ শুরু করেছেন। এরপর বিচ্ছেদের পথে হাঁটেন।

তবে আজ দিলেন নতুন ঘোষণা, শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন হিরো আলম। কবে বিয়ে করবেন এ প্রসঙ্গে জানতে চাইলে কালের কণ্ঠকে হিরো আলম বলেন, কাজ শুরু করেছি। কাজগুলো প্রকাশ পাক। নতুন  সিনেমার কাজও শুরু করবো। এরমধ্যে পাঁচ জনের সঙ্গে একাধিক মিউজিক ভিডিও প্রকাশ করবো। এরপর, একটু সময় লাগবে।-কালের কণ্ঠ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে