বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস ২০০৮ সালে গোপনে বিয়ে করে ঘর বাঁধেন। বিয়ের কয়েক বছর পর তাদের সংসার আলো করে আসে প্রথম পুত্রসন্তান আব্রাম খান জয়।
যদিও বিয়ের ১০ বছরের মাথায় বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি। এরপর কেটে গেছে ৭ বছর। অপু বিশ্বাস আর নতুন করে ঘর বাঁধেননি। তবে শাকিব বিয়ে করেছিলেন চিত্রনায়িকা বুবলীকে।
যদিও বুবলীর সঙ্গেও সম্পর্ক এখন অতীত হয়ে গেছে শাকিবের জীবনে। এরই মধ্যে প্রাক্তন অপু বিশ্বাসের সঙ্গে বরফ গলতে শুরু করেছে। সন্তান আব্রাম খান জয়ের টানে আবারও কাছে এসেছেন তারা। একমাত্র ছেলেকে নিয়ে ঘুরেছেন মার্কিন মুলুকেও।
সম্প্রতি বাবা-ছেলের কাটানো সুন্দর মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অপু বিশ্বাস। যেখানে জয়ের পাশে ঘুমিয়ে থাকতে দেখা গেছে বাবা শাকিব খানকে।
মঙ্গলবার বিকেলে শাকিব-জয়ের ঘুমিয়ে থাকা সেই মুহূর্তের ছবি প্রকাশ করে অপু বিশ্বাস লিখেছেন, বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমান দেয়ার কিছুই নেই। তবুও বাবা-ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।
এরপর ভালোবাসার কয়েকটি ইমোজির সঙ্গে শাকিব খান ও আব্রাম খানের জয়ের পাশে ‘পরিবার’ জুড়ে দেন অপু।
বাবা-ছেলের ঘুমিয়ে থাকা এই সুন্দর মুহূর্ত ভক্তদের হৃদয়ও ছুঁয়ে গেছে। চিত্রনায়িকা তমা মির্জা সেই পোস্টে কয়েকটি লাভ ইমোজি প্রকাশ করেছেন। এছাড়া নেটিজেনরাও বিভিন্ন মন্তব্যে ভালোবাসা জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন পুত্র জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে এখন এক ছেলেকে নিয়েই কাটছে অপুর সংসার।