 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
বিনোদন ডেস্ক : বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ছবিগুলোর একটি ‘বেদের মেয়ে জোসনা’। এবার ছবিটি আবারও মুক্তি পেতে যাচ্ছে নতুন রূপে, ঝকঝকে প্রিন্ট ও উন্নত সাউন্ড কোয়ালিটিতে।
মূলত ১৯৮৯ সালে বাংলাদেশে প্রথম মুক্তি পায় ‘বেদের মেয়ে জোসনা’। তোজাম্মেল হক বকুল পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ। ছবিটি দর্শকনন্দিত ও বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে, যা আজও বাংলাদেশের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্রগুলোর তালিকায় রয়েছে।
এরপর ১৯৯১ সালে পরিচালক মতিউর রহমান পানু কলকাতায় ছবিটি রিমেক করেন। সেই সংস্করণেও অভিনয় করেন অঞ্জু ঘোষ, তবে তার বিপরীতে নায়ক ছিলেন টালিউডের চিরঞ্জিৎ। পশ্চিমবঙ্গেও ছবিটি একই রকম জনপ্রিয়তা পায় এবং ব্যাপক ব্যবসা করে।
সম্প্রতি চিরঞ্জিৎ জানিয়েছেন, ছবিটি আধুনিক প্রযুক্তির সহায়তায় সংরক্ষণ বা রেস্টোরেশনের কাজ শুরু হয়েছে এবং প্রযোজকের সঙ্গে এ বিষয়ে ইতোমধ্যেই আলোচনা হয়েছে। তিনি বলেন, “আমি চাই আবার আসুক ‘বেদের মেয়ে জোসনা’। এই সিনেমাটি এক সময় দর্শকের মনে যে ম্যাজিক তৈরি করেছিল, সেটা আবার ফিরুক।”
চিরঞ্জিৎ আরও জানান, “সেই সময় ছবিটি টালিউডে প্রায় ১১ কোটি রুপির ব্যবসা করেছিল, যখন একটি টিকিটের দাম ছিল মাত্র দেড় টাকা। এতে বোঝা যায়, সিনেমাটি কতটা জনপ্রিয় ছিল।”
টালিউডে রি-রিলিজ ট্রেন্ড এখন নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘নায়ক’, ‘মহানগর’, এমনকি ‘অরণ্যের দিনরাত্রি’র রেস্টোর সংস্করণও রি-রিলিজ পেয়েছে। ‘বেদের মেয়ে জোসনা’র রি-রিলিজ সেই ধারাবাহিকতায় আরও এক নতুন সংযোজন হতে যাচ্ছে বলে মনে করছেন চলচ্চিত্রপ্রেমীরা।