 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
বিনোদন ডেস্ক : পাকিস্তানের ইসলামাবাদে বাসার ভেতরে ঢুকে সানা ইউসুফ নামে ১৭ বছর বয়সি এক টিকটকারকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ইসলামাবাদের সুম্বল থানার আওতাধীন জি-১৩ সেক্টর এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
পুলিশ সূত্রে জানা গেছে, অজ্ঞাত এক হামলাকারী সানার বাসার ভেতরে ঢুকে কাছ থেকে গুলি চালায়। গুলি করার পর হামলাকারী দ্রুত পালিয়ে যায়।
খাইবার পাখতুনখাওয়ার চিত্রাল শহরের মেয়ে সানা একজন জনপ্রিয় টিকটক তারকা ছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস)-এ পাঠানো হয়েছে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
পুলিশ সূত্রে আরো জানা গেছে, সন্দেহভাজন ব্যক্তি হয়তো ঘটনার সময় ভিকটিমের বাসায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে, ‘সন্দেহভাজন ব্যক্তি বাসায় ঢুকে একাধিক গুলি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।’