 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
বিনোদন ডেস্ক : ‘ছবি চলে তো, দুই দিনও না, এক ঘণ্টাও চলে না অথচ নিজেকে ভাবে সুপারস্টার’—সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।
অভিনেতার মতে, তারা হচ্ছে অন্য জগতের মানুষ। এখানে এসে নিজেকে শিল্পী পরিচয় দেয়। তাদের ছবি এক ঘণ্টাও চলে না অথচ নিজেকে ভাবে সুপারস্টার।
এর পরই তাকে প্রশ্ন করা হয়, শাকিব খান সুপারস্টার, তার ছবি দারুণ চলে। কিন্তু তারই ছবি (অন্তরাত্মা) এক দিন পর হল থেকে নেমে যায়। তাহলে তাকে কিভাবে সুপারস্টার বলব?
এমন প্রশ্নের উত্তরে ওমর সানী প্রথমে বলেন, জানি না। এরপর বললেন, ‘শাকিব কেন এটা দেখে না, আমি জানি না।
এটা তার কাছে আমার প্রশ্ন!’
শাকিবের উদ্দেশে তিনি বললেন, ‘তুমি জানো, এটা এমন ক্যাটাগরির ছবি, তাহলে তুমি আসবা কেন? তুফানও তোমার সন্তান, বরবাদও তোমার এমনকি অন্তরাত্মাও তোমার সন্তান। এখন তুমি যদি আরেক মেয়েকে বিয়ে করো, তার ঘরে যদি বাচ্চা হয় তাহলে তুমি কি সৎবাবা হয়ে যাবা নাকি? না তো। এটা ঠিক না।’
‘বরবাদ’ বাম্পার হিট গেছে, অন্তরাত্মা চলেনি—এমনটা উল্লেখ করে ওমর সানী জানান, এটা শাকিবের জন্য মোটেও ভালো হয়নি। এতে করে একজন প্রযোজক হারিয়ে গেছেন।