 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
বিনোদন ডেস্ক: বলিউড ভাইজান সালমান খান ‘সিকান্দার’ সিনেমার পর এবার নতুন লুকে হাজির হলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ছবি ভাইরাল হয়েছে, এতে দেখা যাচ্ছে সালমান তার চেহারার আমূল পরিবর্তন এনেছেন। এ ছবিটি শেয়ার করেছেন তার ‘রেস থ্রি’র সহ-অভিনেতা সাজন। ছবিতে অভিনেতাকে একটি কালো টি-শার্টে দেখা যাচ্ছে।
সালমান খান ‘সিকান্দার’ মুক্তির পর থেকেই নিজের ফিটনেসের দিকে বিশেষ নজর দিয়েছেন। তিনি প্রায়শই তার ওয়ার্কআউট করার ছবিও শেয়ার করেন। আর এটাই ভাইজানের নতুন লুক। দেখে মনে হচ্ছে, সালমান নিজেকে একটি সিনেমার জন্য প্রস্তুত করছেন। তিনি তার অসাধারণ শারীরিক পরিবর্তন দিয়ে তার অনুরাগীদের চমকে দিতে যাচ্ছেন।
সালমান খানের বদলে যাওয়া স্টাইল শেয়ার করেছেন তার ‘রেস থ্রি’র সহ-অভিনেতা সজন। ছবিতে অভিনেতার সঙ্গে দেখা যায় আরও কয়েকজন সদস্যকে। কালো টি-শার্টে সালমান গলায় চেইন ঝুলিয়েছেন। তার হাতে একটা আংটিও রয়েছে। পরিবর্তন হয়েছে অভিনেতার হেয়ার স্টাইল।
নেটিজেনরা এ ছবি নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘ভাইজান ফর্মে ফিরে আসছেন’, অন্য একজন লিখেছেন, ‘সালমানকে খুব হট লাগছে’, অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, সালমানকে তার বয়সের চেয়ে ২০ বছরের ছোট দেখাচ্ছে।’ ‘ভাইজান নিজস্ব ছন্দে ফিরে আসছেন।’ -এমনটাও বলছেন একজন।
একটি সূত্র জানাচ্ছে, রণশক্তির সিনেমায় দেখা যাবে সালমান খানকে। সে সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছি। একটি সূত্র বলছে, ‘গালওয়ান’ উপত্যকা নিয়ে একটি দেশাত্মবোধক সিনেমা নির্মিত হতে যাচ্ছে। এটা আসল সেনা অফিসার কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর উপর ভিত্তি করে তৈরি হবে।
চরিত্রটি সালমানের জন্য সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। অভিনেতা তার চলচ্চিত্র ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন কোনো চরিত্রে অভিনয় করেননি। সিনেমাটি নির্মাণ করছেন অপূর্ব লাখিয়া। সবকিছু ঠিক থাকলে আগামী বছর সিনেমাটি মুক্তি পাবে জানা গেছে।