সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৫৬:০৫

কোহলির শোকে ক্রিকেট দেখাই ছেড়ে দিয়েছেন আনুশকা!

কোহলির শোকে ক্রিকেট দেখাই ছেড়ে দিয়েছেন আনুশকা!

বিনোদন ডেস্ক : বিরাট কোহলির সঙ্গে সম্পর্ক যখন মধ্যগগণে তখন ক্রিকেট মাঠে অানুশকা শর্মাকে বহুবার দেখা গিয়েছে। শুধু মাঠে উপস্থিতি কেন! কোহলি তো ক্রিকেট মাঠে দাঁড়িয়ে গ্যালারিতে উপস্থিত থাকা অানুশকাকে বিভিন্ন ভাবে ভালোবাসার বহিপ্রকাশ প্রদর্শণ করতেও দেখা গিয়েছে।

বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখন ভারত হারতে থাকে সেদিনও মাঠেই ছিলেন আনুশকা। কিন্তু সেদিন মাঠে থাকায় সোশ্যাল মিডিয়ার একাংশের কাছে ভিলেন হিসেবেই পরিছিতি পেতে হয় এই নায়িকাকে। আর আজ সেই অানুশকা নাকি ক্রিকেট খেলা দেখা তো দুরের কথা ক্রিকেট প্রসঙ্গ নিয়ে কোনো কথাই বলতে রাজি নয়।

'রব নে বনা দি জোড়ি' থেকে বলিউড পাড়ায় আনুশকার পথচলা শুরু। এই অভিনেত্রীর ঘনিষ্ঠমহলের খবর ক্রিকেট দেখা তো দূরে থাক, ওই নিয়ে আলোচনা হলেও কথা ঘুরিয়ে দেন অানুশকা। এখানেই সবাই প্রশ্ন তুলছেন। তাহলে কি বিরাটকে ভুলতেই এমন কথা বলছেন এনএইচ টেন-এর প্রযোজক।

এদিকে, বিরাট নাকি অানুশকার জন্য গান গেয়েছেন। গানের কথাগুলো হল' ‘jo waada kiya wo nibhana padega’।
২৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে