রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ০৮:২০:৩৩

এখন কী করেন, কোথায় আছেন সালমানের সেই মুন্নি?

এখন কী করেন, কোথায় আছেন সালমানের সেই মুন্নি?

বিনোদন ডেস্ক : বলিউডের মেগাহিট সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’-এর ‘মুন্নি’কে এখনো ভুলতে পারেনি দর্শক। সালমান খান অভিনীত সেই সিনেমার মধ্যমণি ছিলেন এই খুদে তারকা। মুন্নি অর্থাৎ অভিনেত্রী হর্ষালি মালহোত্রা। ২০১৫ সালে এই সিনেমাটিতে যখন অভিনয় করেন তখন তার বয়স ছিল মাত্র ছয় বছর। 

বর্তমানে হর্ষালির বয়স ১৭ বছর। মাঝে কেটেছে প্রায় ১০ বছর। কিন্তু দর্শক এখনো ভুলতে পারেনি সেই মায়াভরা চেহারার মুন্নিকে। এই সিনেমায় অভিনয় করে ২ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন হর্ষালি। 

এদিকে আজও মুন্নির অভিনয়ে আবেগী হওয়া দর্শকরা মুখিয়ে রয়েছেন বজরঙ্গি ভাইজানের দ্বিতীয় পর্বের অপেক্ষায়। যেখানে আরও একবার তারা দেখতে চান সালমান-মুন্নি জুটি। এ প্রসঙ্গে সম্প্রতি এর চিত্রনাট্যকার বলেন, আমি চেষ্টা করছি ‘বজরঙ্গি ভাইজান ২’ নিয়ে আসার। সালমানকে এ ব্যাপারে আইডিয়াও শেয়ার করেছি। 

সে নিজেও বেশ ইতিবাচক বিষয়টি নিয়ে। সিনেমাটি পরিচালনা  করেছিলেন কবির খান। ২০১৫ তে মুক্তি পাওয়া ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল সালমান খান, কারিনা কাপুর এবং হর্ষালি মালহোত্রাকে। এ ছাড়াও ছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকীও। ছবিতে মুন্নি ওরফে হর্ষালির অভিনয় আজও আলোচনার বিষয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে