সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ০৬:১৭:৫৫

নায়ক থেকে খলনায়ক, এবার তিনি কবি

নায়ক থেকে খলনায়ক, এবার তিনি কবি

বিনোদন ডেস্ক : এক জীবনে নায়ক হিসেবে রোমান্টিক অনেক চরিত্রেই অভিনয় করে সাফল্য পেয়েছেন। অনেকবার প্রেমিকার মন জয় করতে কবিতাও পড়ে শোনাতে হয়েছে ‘বিদ্রোহি প্রেমিক’খ্যাত এই তারকাকে। খল নায়ক হিসেবেও পেয়েছেন বেশ সাফল্য। এবার তিনি তার ভক্ত-অনুরাগীদের সামনে কবি হয়ে হাজির হচ্ছেন।

কবিতার বই প্রকাশ করতে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা অমিত হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

দীর্ঘদিন ধরেই চুপিচুপি কবিতা লিখে আসছেন অমিত হাসান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন শতাধিক কবিতা। সেগুলোর অনেকগুলোই ভক্ত-অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছে।

সেই অনুপ্রেরণা থেকেই এবার নিজের বাছাই করা ৫০টি কবিতা নিয়ে প্রকাশ করতে যাচ্ছেন কবিতার বই। এরইমধ্যে বেশ কয়েকটি প্রকাশনী থেকে প্রস্তাব পেয়েছেন বলে জানান তিনি। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে আদর্শ প্রকাশনী ও সময় প্রকাশনীর সঙ্গে কথাবার্তা এগিয়েছে বলে নিশ্চিত করেন অমিত।

তিনি বলেন, ‘অনেক আগেই বই প্রকাশের ইচ্ছে ছিল। কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠেনি। এবার সবকিছু গুছিয়ে এনেছি। খুব শিগগিরই পাঠকের হাতে আমার প্রথম কবিতার বইটি তুলে দিতে চাই।’

অভিনয়ের পাশাপাশি লেখালেখি নিয়েও বরাবরই আগ্রহী অমিত। তার কবিতায় উঠে আসে প্রেম, সমাজ, সময়, নিঃসঙ্গতা এবং জীবনের গভীর অনুভূতি।

এই মাসের শেষে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন অমিত হাসান। কিছুদিন সেখানে অবস্থান করবেন বলে জানিয়েছেন। আপাতত তাঁর হাতে নতুন কোনো সিনেমার কাজ নেই। তবে লেখালেখি নিয়ে বেশ সিরিয়াস তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে