বিনোদন ডেস্ক: রুপালি পর্দার মতো টেলিভিশনের পর্দাতেও ভীষণ জনপ্রিয় সালমান খান। বড় পর্দায় কখনো তিনি সুলতান, কখনো টাইগার হলেও ছোট পর্দায় তিনি-ই ‘বিগ বস’। আগস্টে শুরু হতে যাচ্ছে ‘বিগ বস’ এর ১৯তম আসর।
সবকিছু ঠিক থাকলে পরবর্তী ৫ মাস ধরে চলবে জনপ্রিয় এই শোটি, যেটির প্রিমিয়ার হবার কথা রয়েছে আগামী মাসের শেষ দিকে।
এরমধ্যেই খবর, পূর্বের শো থেকে উপস্থাপক হিসেবে যে পারিশ্রমিক পেয়েছিলেন তার চেয়েও অনেক বেশি হাঁকাচ্ছেন এবারের আসরে। এমনটাই বলছে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম।
শোনা যাচ্ছে, ‘বিগ বস’ এর গত শো থেকে ২৫০ কোটি রুপি নিয়েছিলেন সালমান, এবার সেখানে সম্ভবত ৩০০ কোটিরও বেশি নিবেন তিনি। তারও আগে ‘বিগ বস ১৭’র জন্য তিনি পেয়েছিলেন ২০০ কোটি রুপি।
অর্থাৎ দু’বছর আগের উপার্জনের তুলনায় প্রায় একশো কোটি এবার বেশি পারিশ্রমিক নিতে চলেছেন ভাইজান। তবে এখনও এই নিয়ে শো কর্তৃপক্ষ বা সালমান সবারই মুখে কুলুপ আঁটা। কিন্তু জল্পনা তুঙ্গে উঠেছে ভাইজানের আকাশছোঁয়া পারিশ্রমিকের অঙ্ক নিয়ে।
এদিকে চলতি বছরেই মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘সিকান্দার’, যা আশার আলো দেখিয়েও খুব একটা ব্যবসা করতে পারেনি।
বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি। যদিও বছর খানেক ধরেই মন্দা সময় যাচ্ছে ভাইজানের।