বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ০৪:৫৩:৩০

অবশেষে ক্ষমা চাইতে হলো চিত্রনায়ক প্রসেনজিৎকে

অবশেষে ক্ষমা চাইতে হলো চিত্রনায়ক প্রসেনজিৎকে

বিনোদন ডেস্ক: ভারতীয় বাংলা চলচ্চিত্রের জগতের অন্যতম এক নাম প্রসেনজিৎ চ্যাটার্জি। কয়েক দশক ধরেই তিনি হাল ধরে রেখেছেন টালিগঞ্জের সিনেমার। তার নামে এখনো দর্শকের মুগ্ধতা নামে, হলে আসে ভিড়। বাংলা সিনেমার পোস্টার হিরোও বলা যায় তাকেই। ভক্ত-অনুরাগীরা ভালোবেসে বুম্বাদা বলে ডাকেন। সম্প্রতি একটি ভাষা বিতর্কে জড়িয়ে অবশেষে ক্ষমা চাইতে হলো তাকে।

একটি সিনেমার প্রচারের গিয়েছিলেন মুম্বাই। সেখানে এক বাংলা সংবাদমাধ্যমের সাংবাদিক তাকে বাংলায় প্রশ্ন করেন। তার উত্তরে প্রসেনজিৎ তাকে ইংরেজিতে বলেন, ‘হিন্দিতে বলুন, বাংলায় বলার কী দরকার?’ তার এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়।

অবশেষে ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন তিনি। আজ ১০ জুলাই নিজের সামাজিক মাধ্যম পেজে একটি লিখিত বিবৃতি প্রকাশ করে অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। তার বক্তব্যের ভুল ব্যাখ্যা হওয়াকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন তিনি।

এই অভিনেতা চিঠিতে লিখেছেন, ‘কিছুদিন হলো আমার একটা কথা, বলা ভালো একটা সেন্টেন্স, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেটার নিয়েই কিছু বলতে চাই। আমি ৪২ বছর মুলত বাংলা কাজ করছি। গত কয়েক বছর জাতীয় স্তরে কয়েকটা কাজ করার সুযোগ এসেছে। সেরকমই একটা হিন্দি সিনেমার ট্রেলার মুক্তির উপলক্ষে, ১লা জুলাই বম্বের এর জুহু পিভিআর-এ সাংবাদিক সম্মেলন হচ্ছিল। ডায়াসে যারা ছিলেন ছবির পরিচালক, শিল্পী, তলত্যরা, সবাই প্রথম থেকেই মূলত ইংরেজিতেই কথা বলছিলেন। বাংলার একজন সাংবাদিক আমাকে বাংলায় প্রশ্ন করতেন। তিনি আমার দীর্ঘদিনের পরিচিত, অত্যন্ত স্নেহের পাত্রী। কিন্তু সেই মুহূর্তে আমার মনে হয়েছিল বাংলায় উত্তর দিলে হয়তো অনেকেই সঠিকভাবে বুঝতে পারবেন না।’

প্রসেনজিৎ আরও লেখেন, ‘যেহেতু ওখানে বাংলা ভাষা বোঝেন না এমন মানুষের সংখ্যাটাই অনেকটা বেশি। তাই খানিকটা বাধ্য হয়েই, আমি ওনাকে বলি যে বাংলা ভাষায় কেন প্রশ্ন করছেন? যেহেতু সামাজিক মাধ্যমে শুধুমাত্র ওই একটা সেন্টেন্স তুলে দেওয়া হয়েছে, হয়তো অনেকে ওই কথার আক্ষরিক অর্থের সূত্রে আঘাত পেয়েছেন। কষ্ট আমিও পেয়েছি, এখনও পাচ্ছি।’

প্রসেনজিৎ খোলা চিঠিটি শেষ করেছেন এই বলে, ‘তবে শেষে যেটা না বললেই নয়, আমি এই টুকু বুঝেছি আমার বলা কথায় আপনাদের যথেষ্ট আঘাত লেগেছে, তাই আমি দুঃখিত।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে