বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ০৯:৫২:৪২

“রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা, কিন্তু তুমি মা-বাবার কলিজার টুকরা”

 “রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা, কিন্তু তুমি মা-বাবার কলিজার টুকরা”

বিনোদন ডেস্ক : ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফল নিয়ে অনেকে যেমন উচ্ছ্বসিত, তেমনি কেউ কেউ হতাশ। এই প্রেক্ষাপটে ছোটপর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন আবেগঘন বার্তা। 

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। গত বছরের তুলনায় এবার এই হার অনেকটাই কম (২০২৪ সালে ছিল ৮৩.০৪ শতাংশ)। এবারের ফল প্রকাশেও ছিল না কোনো আনুষ্ঠানিকতা। 

জোভান ফেসবুকে লিখেছেন, “রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা, কিন্তু তুমি মা-বাবার কলিজার টুকরা।”

তার এই কথায় একদিকে যেমন শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে, অন্যদিকে রেজাল্ট নিয়ে হতাশ হওয়া শিক্ষার্থীদের জন্য এসেছে এক প্রকার মানসিক সান্ত্বনা।

এই পোস্টের নিচে অনেকেই কমেন্ট করে একাত্মতা প্রকাশ করেছেন। সনিয়া আক্তার নামে একজন লিখেছেন, “সহমত। খুব সুন্দর কথা বলেছেন।”

আরেকজন মন্তব্য করেছেন, “এরকম কত সার্টিফিকেট ঘরে পরে আছে, কোনো কাজে আসেনি!”

প্রসঙ্গত, চলতি বছর ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলে এসএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এ সংখ্যা প্রায় এক লাখ কম। এবার ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে ফলাফল প্রস্তুত করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে