শনিবার, ১২ জুলাই, ২০২৫, ০২:১৯:১১

‘কাউকে এভাবে হত্যা করতে দেখেও অন্যরা দাঁড়িয়ে আছে, এটা কীভাবে সম্ভব?’

‘কাউকে এভাবে হত্যা করতে দেখেও অন্যরা দাঁড়িয়ে আছে, এটা কীভাবে সম্ভব?’

বিনোদন ডেস্ক : রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়ে ওঠে দেশবাসী।

যার যার মতো করে প্রকাশ করতে থাকে ক্ষোভ। এদিকে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় তিনি সোশ্যাল হ্যান্ডেলে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। 

নিজের ফেসবুকে বাঁধন লিখেছেন, ‘এটি একটি মর্মান্তিক ছবি। কাউকে এভাবে হত্যা করতে দেখেও অন্যরা দাঁড়িয়ে আছে। এটা কীভাবে সম্ভব? আমরা কোন দেশে বাস করছি? মানুষ দেখছে কিন্তু কিছু করছে না। মনে হচ্ছে না আমরা নরকে বাস করছি?’ 

এরপর লিখেছেন, ‘আর সরকার? অন্য সময়ের মতো নীরব। তারা কোথায়? কথা বলে না কেন? পদক্ষেপ নেয় না কেন? কেউ কীভাবে এত নিষ্ঠুর হতে পারে? এই দেশে কি আমি নিরাপদ? আমি যা অনুভব করছি তা কি সত্যিই বলার অনুমতি আছে আমার? নকি আমি-ই হব পরবর্তী টার্গেট— শুধু সত্য বলার জন্য?’  

বাঁধন ছাড়াও বিনোদন অঙ্গনের অনেকে কথা বলেছেন বিষয়টি নিয়ে। নির্মাতা আশফাক নিপুন, অভিনেতা খায়রুল বাসার প্রমুখ গলা চড়িয়েছেন ফেসবুকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে