সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ০২:৩৯:১৪

আমি বিএনপি থেকে পদত্যাগ করিনি: কণ্ঠশিল্পী মনির খান

আমি বিএনপি থেকে পদত্যাগ করিনি: কণ্ঠশিল্পী মনির খান

বিনোদন ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান দল থেকে পদত্যাগ করেছেন—সামাজিক মাধ্যমে এমন গুঞ্জন ছড়ালেও তা সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি। রবিবার (১৩ জুলাই) এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি বিএনপি থেকে পদত্যাগ করিনি। কিছু স্বার্থান্বেষী মহল ২০১৮ সালের পুরোনো একটি ঘটনাকে সামনে এনে অপপ্রচার চালাচ্ছে।’

মনির খানের অভিযোগ, পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে তাকে হেয় করতে এই গুজব ছড়ানো হচ্ছে। তিনি জানান, বিএনপিতে মনোনয়নপ্রত্যাশী তিনি যা অনেকেরই সহ্য হচ্ছে না। এ কারণেই তাকে ঘিরে বারবার ভুল তথ্য ছড়ানো হয়।

তিনি দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। চার দশকেরও বেশি সময় ধরে সংগীতজগতে সক্রিয় মনির খান। উপহার দিয়েছেন ৪২টিরও বেশি একক অ্যালবাম। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন বহু স্বীকৃতি। গানে যেমন সরব, রাজনীতিতেও তেমন সক্রিয় থাকতে চান বলে জানালেন এই শিল্পী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে