মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ০১:৫৫:৪০

জনপ্রিয় অভিনেত্রীকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার

জনপ্রিয় অভিনেত্রীকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার

বিনোদন ডেস্ক : মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার করা হলো স্টার জলসার জনপ্রিয় অভিনেত্রী সুমি হর চৌধুরীকে। দিশাহীনভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। তবে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে এই মুহূর্তে মিশনারিস অফ চ্যারিটিতে রয়েছেন অভিনেত্রী। খন্দকার থানার পুলিশেরা সেই ব্যবস্থা করেছেন।

বহুদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত সুমি হর চৌধুরী। বিভিন্ন চ্যানেলে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দায় অভিনয় করার পাশাপাশি মঞ্চে অভিনয় করেছেন সুমি। তবে সম্প্রতি তাকে বর্ধমানে একটি এলাকায় দিশাহীন ভাবে ঘুরতে দেখা যায়।

এরপর বৃষ্টি আসায় তিনি এক জায়গায় আশ্রয় নেন। সেখানে স্থানীয় বাসিন্দারা তাঁকে প্রশ্ন করে জানতে পারেন তিনি অভিনয় করেন, কিন্তু কোথায় থাকেন সেই প্রশ্নের বিভিন্ন ধরনের উত্তর দিয়েছেন তিনি। 

এরপরই স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করে মিশনারিস অফ চ্যারিটিতে তাঁকে রাখার ব্যবস্থা করা হয়। জানা গিয়েছে অভিনেত্রীর পরিবার বলতে রয়েছে তাঁর একমাত্র মেয়ে।

যদিও তাঁর মেয়ের সঙ্গেও সম্প্রতি কোনও সম্পর্ক ছিল না সুমির। মায়ের সঙ্গেও বহুদিন থেকেই সম্পর্ক নেই সুমির। টলিউডেও বন্ধু সংখ্যা নেই বললেই চলে। একাধিক ধারাবাহিকে কাজ করলেও তেমনভাবে গভীর বন্ধুত্ব কারওর সঙ্গেই তৈরি হয়নি এই অভিনেত্রীর। 
শোনা যায়, নিজের মতোই নাকি থাকতেন তিনি।

এমনকী বেশ কিছুদিন ধরে অতিরিক্ত নেশা করার কথা ও শোনা গিয়েছে। যদিও এই ব্যাপারে নিশ্চিত কোনও খবর নেই। তবে সুমিকে এইভাবে দেখে অবাক তাঁর সহকর্মীরা। যদিও এতদিন ধরে কোথায় আছেন এই অভিনেত্রী তা কেউ জানতেন না। যোগাযোগ ছিল না প্রায় কারো সঙ্গেই। 

ঠিক কী কারনে তিনি বর্ধমান গিয়েছিলেন সেটাও জানা যায়নি। তবে আপাতত পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মাথার উপর ছাদ পেয়েছেন সুমি।

তবে ছোট পর্দার এই পরিচিত মুখের এমন পরিণতিতে হতবাক তার সহকর্মীরাও। অনেকেই প্রশ্ন তুলেছেন, কাজ না থাকলে কি শিল্পীরা এভাবে মূল্যহীন হয়ে পড়েন? বিনোদন দুনিয়ায় কি সত্যিই বন্ধুত্ব টিকে না?

অভিনেত্রী বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে। তবে মানসিক অবস্থার উন্নতির জন্য তার পর্যাপ্ত সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা। আপাতত পুলিশের এবং স্থানীয়দের সহযোগিতায় সুমি মাথার উপর ছাদ পেয়েছেন। তবে কী কারণে তিনি এমন অবস্থায় পৌঁছালেন, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে