বিনোদন ডেস্ক : ‘বিগ বস ১৮’-এর প্রতিযোগি কাশিশ কাপুর নিজের বাড়িতেই ভয়াবহ ঘটনার শিকার হয়েছেন। তার অভিযোগ, বাড়ির কাজের লোক ৭ লাখ টাকা চুরি করে পালিয়ে যাওয়ার সময় তাকে শারীরিকভাবে হেনস্তা করে। সম্প্রতি তিনি নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় কান্নাভেজা চোখে পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন।
কাশিশ বর্তমানে মুম্বইয়ের বীরা দেশাই রোডের নিউ অম্বিভালি সোসাইটিতে থাকেন।
অভিযোগ করে তিনি বলেন, সাচিন কুমার চৌধুরী নামের এক ব্যক্তি গত পাঁচ মাস ধরে তার বাড়িতে রান্নার কাজ করছিলেন। সম্প্রতি তিনি তার মায়ের জন্য টাকা পাঠানোর পরিকল্পনায় বাড়িতে ৭ লাখ টাকা নগদ রেখেছিলেন। কিন্তু লকার খুলে দেখেন, খামের ভেতর পুরো টাকাই উধাও!
কাশিশের সন্দেহ গিয়ে পড়ে সেই রাঁধুনির উপরেই। কাশিশ জানান, রান্নার লোকটিকে জিজ্ঞেস করতেই সে প্রথমে সব অস্বীকার করে।
পরে পকেট তল্লাশি করতে বলায় এক বান্ডিল টাকা পড়ে যায়। এর পরেই কাশিশ ফোনে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে গেলে অভিযুক্ত তাকে জোর করে দেয়ালের সঙ্গে চেপে ধরে শারীরিকভাবে হেনস্থা করে এবং হুমকি দেয় কাউকে কিছু না বলার জন্য।
কাশিশ বলেন, “আমি দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়ানো, ও আমার গায়ে হাত তুলছে আর বলছে- ‘একটা কথাও বলবি না।’ তখন শুধু মনে হয়েছিল, নিজেকে বাঁচাতে হবে!”
কাশিশ বলেন, ‘২০ তলার ফ্ল্যাট থেকে সিঁড়ি বেয়ে দৌড়ে নেমে ওর পেছনে ছুটেছিলাম। শরীরের জোর শেষ হয়ে যাচ্ছিল, তবু মনে হয়েছিল, এই চোরটাকে না ধরলে শান্তি নেই!’
পরে বুদ্ধি ও সাহসিকতার পরিচয় দিয়ে কাশিশ কৌশলে ওই রাঁধুনিকে ফের বাড়িতে আসতে রাজি করান এবং আগেই পুলিশকে খবর দেন। অভিযুক্তকে ধরে অম্বোলি থানায় নিয়ে যাওয়া হয়। তবে থানায় গিয়ে সেই ব্যক্তি দাবি করে, সে নাকি মাত্র ৫০ হাজার টাকা নিয়েছে, যা কাশিশ সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।
ঘটনার পর কাশিশ কাজে যোগ দিতে সিঙ্গাপুরে চলে গেছেন। তবে মুম্বাই পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। পুরো টাকা ফেরত আদায় হবে কি না, তা এখনও অনিশ্চিত।