বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১০:২০:৫০

নিজের বাসভবনই নাকি বিক্রি করে দিয়েছেন বলিউড ভাইজান

নিজের বাসভবনই নাকি বিক্রি করে দিয়েছেন বলিউড ভাইজান

বিনোদন ডেস্ক : স্বাভাবিক জীবন যেন দিন দিন আরও কঠিন হয়ে উঠছে বলিউড সুপারস্টার সালমান খানের জন্য। সিনেমার শুটিং হোক বা কোনো ছবির মুক্তি, প্রতিটি পদক্ষেপে সুরক্ষার মোটা বলয় ঘিরে রেখেছে তাকে। অথচ এই নিয়ন্ত্রণ আর আতঙ্কের মধ্যেই এবার শোনা যাচ্ছে বিস্ময়কর খবর। নিজের বাসভবনই নাকি বিক্রি করে দিয়েছেন বলিউড ভাইজান।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার পালি ভিলেজে অবস্থিত সালমান খানের এই ফ্ল্যাটটি। ১ হাজার ৩১৮ স্কয়ার ফুটের ফ্ল্যাটটি ৫ কোটি ৩৫ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা) বিক্রি করেছেন ‘ওয়ান্টেড’ তারকা। চলতি মাসে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হয়েছে।

সালমান খান এখন বান্দ্রার বিখ্যাত গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বসবাস করেন। বর্তমান বাসা থেকে তার বিক্রীত ফ্ল্যাটটির দূরত্ব ২.২ কিলোমিটার। তবে এই ফ্ল্যাট কেন বিক্রি করলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

পশ্চিম বান্দ্রা মুম্বাইয়ের সবচেয়ে অভিজাত এবং ব্যয়বহুল আবাসিক এলাকাগুলোর মধ্যে একটি। এখানে অসংখ্য বলিউড তারকা, ধনাঢ্য ব্যবসায়ী ও হাই-প্রোফাইল লোকজন বসবাস করেন। এই এলাকায় এখন বসবাস করেন—শাহরুখ খান, আমির খান, জাভেদ আখতার, কৃতি শ্যানন, রণবীর কাপুর, আলিয়া ভাট, কারিনা কাপুর, সাইফ আলী খান, রেখা প্রমুখ। সালমান খান অভিনীত সবশেষ সিনেমা ‘সিকান্দার’। এ আর মুরুগাদোস নির্মিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন রাশমিকা মান্দানা।

গত ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। ২০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

দীর্ঘ দিন ধরে সালমান খান বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারছেন না। এরই মাঝে ফ্ল্যাট বিক্রির খবর তার ভক্তদের খানিকটা হতাশই করলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে