বিনোদন ডেস্ক : বলিউডের গুণী অভিনেত্রী টাবু। ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। পর্দার রোমান্টিক টাবু ব্যক্তি জীবনে বিয়ে করেননি। একসময় অজয় দেবগনের প্রেমে হাবুডুবু খাওয়া টাবু অজয়কে না পেয়ে আর বিয়েই করেননি, এমন একটি গল্প আজও ভেসে বেড়ায় শোবিজ অঙ্গনে।
তবে টাবুর জীবনে আরো একটি ঘটনা বেশ চাঞ্চল্য ফেলে দিয়েছিল। এক বলিউড পার্টিতে টাবুকে জোর করে চুমু খাওয়ার অভিযোগ উঠে তখনকার সময়ের জনপ্রিয় অভিনেতা জ্যাকিশ্রফের বিরুদ্ধে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, আশির দশকে যখন মাত্র ১৪ বছরের কিশোরী টাবুকে নিয়ে জ্যাকি শ্রফের বিরুদ্ধে উঠেছিল সেই গুরুতর অভিযোগ। শোনা যায়, এক বলিউডের পার্টিতে তিনি নে'শাগ্রস্ত অবস্থায় টাবুর ঠোঁটে জোর করে চুমু খেয়েছিলেন!
ভারতীয় সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদন থেকে জানা যায়, এই ঘটনা ঘটেছিল মরিশাসে, একটি সিনেমার শুটিং চলাকালীন।
টাবু তখন বড় দিদি অভিনেত্রী ফারাহ নাজের সঙ্গে থাকতেন, যিনি তখন ‘দিলজলা’ নামের এক সিনেমায় জ্যাকি শ্রফের সঙ্গে অভিনয় করছিলেন। শুটিংয়ের ফাঁকে ড্যানি ডেঞ্জোংপা এক পার্টির আয়োজন করেন। সেই পার্টিতেই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। বলিপাড়ায় ফিসফাস, পার্টিতে নে'শাগ্রস্ত অবস্থায় জ্যাকি শ্রফ নাবালিকা টাবুর প্রতি অশা'লীন আচরণ করেন এবং তাঁকে জোর করে ঠোঁটে চু'মু খাওয়ার চেষ্টা করেন।
টাবু সেই সময় আপ্রাণ প্রতিরোধ করেন এবং শেষ পর্যন্ত ড্যানি নিজে হস্তক্ষেপ করে জ্যাকিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।
তবে এই ঘটনার পর টাবু চুপ করে থাকলেও মুখ খোলেন তাঁর দিদি ফারাহ। এই ঘটনার পরে ফারাহ নাজ নিজে সংবাদমাধ্যমে মুখ খোলেন ও অভিযোগ তোলেন জ্যাকি শ্রফের বিরুদ্ধে। তিনি স্পষ্ট বলেন, ‘জ্যাকি টাবুকে জোর করে চু'মু খেয়েছিল, আর সেই পরিস্থিতি ড্যানিই সামাল দিয়েছিলেন।’ তবে পরে ফারাহ বলেন, এটা একটা ‘মিসআন্ডারস্ট্যান্ডিং’ ছিল।
কিন্তু লক্ষণীয় বিষয়, টাবু কোনোদিন এই বিষয়ে মুখ খোলেননি, আর কোনও সিনেমাতে জ্যাকি শ্রফের সঙ্গে কাজও করেননি।