বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ০৭:৩৮:৩২

মাইলস্টোনে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য যে সিদ্ধান্ত নিলেন জেমস

মাইলস্টোনে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য যে সিদ্ধান্ত নিলেন জেমস

বিনোদন ডেস্ক: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় হতাহত শিক্ষার্থীদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ব্যান্ড তারকা নগরবাউল জেমস। এবার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে তার কনসার্টের আয় থেকে ক্ষতিগ্রস্থদের দেওয়া হবে অর্থ সহায়তা।

বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন জেমস। সেখানে মাস কয়েক ধরে বেশ কয়েকটি শহরে শো করেছেন শিল্পী। এবার পেনিসালভানিয়ার দ্য গ্রেটার ফিলাডেলফিয়া এক্সপো সেন্টারে একটি শো রয়েছে তার; সেখানে ‘নগরবাউল জেমস: লাইভ ইন ফিলি’ শিরোনামের একটি কনসার্টে অংশ নেবেন তিনি; যেটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুলাই।

জানা গেছে, এই কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় করা হবে। খবরটি জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান রিভারাইন এন্টারটেইনমেন্ট।

রিভারাইনের অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য আমরা গভীরভাবে শোকাহত। জেমস লাইভ ইন ফিলি কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় করা হবে।

এদিকে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে নগরবাউল জেমসও ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়েছিলেন। সেখানে লেখা হয়েছে, ‘ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। আহত শিক্ষার্থীরা ও তাদের পরিবার যে কঠিন সময় পার করছেন; তাদের জন্য আমাদের প্রার্থনা। বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন।’

উল্লেখ্য, গত সোমবার ইতিহাসের অন্যতম হৃদয়বিদারক একটি দিন পার করল সারা বাংলাদেশ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছরে পড়ে একটি একটি প্রশিক্ষণ জেট। এতে এখন পর্যন্ত ৩১ জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে, আহত হয়েছেন শতাধিক; যার অধিকাংশই শিশু শিক্ষার্থী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে