বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ০৭:৪৬:১২

লাশ গুম হইছে বুঝলাম, অভিভাবকরাও কি গুম হয়ে গেছে, প্রশ্ন প্রিন্স মাহমুদের

লাশ গুম হইছে বুঝলাম, অভিভাবকরাও কি গুম হয়ে গেছে, প্রশ্ন প্রিন্স মাহমুদের

বিনোদন ডেস্ক : উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে নানা গুজব ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এ দুর্ঘটনায় এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১৬৫ জন, যাদের মধ্যে অনেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে একদল দাবি করছে, নিহতের এই সংখ্যাটি সঠিক নয়। কেউ কেউ আবার তথাকথিত ‘লাশ গুম’ করারও অভিযোগ তুলেছেন। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন দেশের জনপ্রিয় গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন ‘লাশ গুম’ বিতর্ক প্রসঙ্গে।

যেখানে তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, ‘যে সব অভিভাবক সন্তানের লাশ পায়নি, তাদের তালিকা দেন। লাশ গুম হইছে বুঝলাম, অভিভাবকরাও কি গুম হয়ে গেছে?’ গায়কের এই স্ট্যাটাসে বিষয়টি স্পষ্ট, তিনি ‘লাশ গুম’ বিতর্ক প্রসঙ্গে প্রচণ্ড বিরক্ত। কারণ শিল্পী মনে করেন, কেউ যদি সত্যিই নিখোঁজ হয়ে থাকে, তাহলে তাদের পরিবারের লোকজন কোথায়? তারা প্রকাশ্যে আসছেন না কেন? এ নিয়ে জনমনে সন্দেহ ও গুজব ছড়ানো কতটা যৌক্তিক?

মাইলস্টোনের নিহত শিক্ষার্থীদের সংখ্যা নিয়ে একই অবস্থান দেখা গেছে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীরও। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন, “মাইলস্টোনের ক্লাসে কারা ছিল, কারা প্রাণ হারিয়েছে, কারা চিকিৎসাধীন-এই সবই তো রেকর্ডেড। 

সুতরাং দয়া করে ভুয়া হেডলাইন দেওয়া লেখা শেয়ার করে মানুষকে আরও ট্রমাটাইজড করবেন না। জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে