বিনোদন ডেস্ক : দূর দেশ অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ সময় বসবাস করছেন ৯০ এর পর্দা কাঁপানো অভিনেত্রী শাবনূর। তবে দূরদেশেও নিজ দেশের মত জীবনযাপন করছেন এ চিত্রনায়িকা।
শোবিজে ততটা দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন অভিনেত্রী। ঘরে কিংবা বাইরে কোথাও ঘুরতে গেলে ভক্ত ও দর্শকের সঙ্গে সে মুহূর্তগুলো শেয়ার করতে ভালোবাসেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ফেসবুকে তেমনি এক মুহূর্ত শেয়ার করেছেন শাবনূর। গাছ থেকে ফল পেরে খাওয়ার মজা অভিজ্ঞতা জানান তিনি।
আপলোড করা ভিডিওতে দেখা যাচ্ছে, একমাত্র সন্তান ছেলে আইজানকে নিয়ে একটি বাগানে অভিনেত্রী। সুইমিং কস্টিউমে মাত্রই সাঁতার সেরেছে ছেলে। এর মাঝেই এক গোছা লিচু নিয়ে হাজির শাবনূর।
বলেন, ভাবা যায় বন্ধুরা, অস্ট্রেলিয়ার মতো জায়গায় বসে গাছ থেকে পেরে সদ্য লিচু খাওয়া আসলেই চমৎকার। আমরা আসলে বাংলাদেশের মতো গাছ থেকে পেরে খেতে পারি না। কিনেই খেতে হয়। কিন্তু এখানে যদি চাও তবে তোমাকে একটু দূরে আসতে হবে, গাছ থেকে পেরে লিচু খেতে।
রসালো ফল লিচু খেতে খেতে শাবনূর বলেন, ‘এ ফলে কোনো ফরমালিন নেই।’
এসময় কালো রংয়ের টিশার্ট ও মাথায় কালো ক্যাপ পরেছিলেন শাবনূর। ছেলেকে নিয়ে গাছ থেকে পেরে ফল খাওয়ার দৃশ্য মনে ধরেছে ভক্তদের। একজন লেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গা। আরেক ভক্ত মজা করে লেখেন, আমাদের লিচু খাওয়ার দাওয়াত দেন আপু।
প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনূরের। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে জুটি গড়ে ব্যাপক সফলতা পান। ক্যারিয়ারে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস, শাকিব খানসহ অনেক নায়কের সঙ্গে জুটি গড়ে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।
ক্যারিয়ারে শীর্ষে থাকার সময় হঠাৎই অভিনয় জীবন থেকে দূরে সরে অস্ট্রেলিয়ায় বসবাস করতে শুরু করেন শাবনূর। সর্বশেষ ২০২৩ সালে শাবনূর নারীকেন্দ্রিক সিনেমা ‘রঙ্গনা’য় অভিনয় করেন, যে সিনেমার কাজ এখনও শেষ হয়নি।