রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ০২:৩৬:৪৬

স্বামী যদি ক্যারিয়ার গড়তে কাজ করেন, স্ত্রীকেই সন্তানের দেখভাল করতে হবে: সুনীল শেঠি

স্বামী যদি ক্যারিয়ার গড়তে কাজ করেন,  স্ত্রীকেই সন্তানের দেখভাল করতে হবে: সুনীল শেঠি

বিনোদন ডেস্ক: কিছুদিন আগে মা হয়েছেন বলিউডের বরেণ্য অভিনেতা সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি। মেয়ের নরমাল ডেলিভারির সিদ্ধান্তে উচ্ছ্বসিত ছিলেন সুনীল। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে সুনীল দাবি করেছিলেন—“সি-সেকশন আরামদায়ক” এ নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন এই তারকা। 

কয়েক দিনে আগে পিঙ্কভিলাকে সাক্ষাৎকার দিয়েছেন সুনীল শেঠি। এ আলাপচারিতায় এ সময়ে বিয়ে নিয়ে কথা বলেন। তার ভাষ্য, “নারীদের বুঝতে হবে, স্বামী যদি ক্যারিয়ার গড়েন, তাহলে স্ত্রীকে সন্তান সামলাতে হবে।” এই বক্তব্য নিয়ে এখন বিতর্ক চলছে। 

সুনীল শেঠি বলেন, “আজকাল বাচ্চাদের ধৈর্যই নেই। বিয়ের কিছুদিন পরই এটি আপোসে পরিণত হয়। যেখানে পরস্পরকে বুঝতে হয়, পরস্পরের জন্য বাঁচতে হয়।” 

“এরপর একটি সন্তান আসার কথা আসে, তখন একজন স্ত্রীর জানা প্রয়োজন, স্বামী যদি তার ক্যারিয়ার গড়তে কাজ করেন, তাহলে স্ত্রীকেই সন্তানের দেখভাল করতে হবে। অবশ্যই, স্বামী তার পাশে থাকবেন। যদিও এখন সব কিছুতেই অনেক চাপ।” বলেন সুনীল শেঠি। 

দাদি-মায়েদের মতো অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে সন্তান লালনপালনের জ্ঞান নেওয়া উচিত বলে মনে করেন সুনীল। তার ভাষায়, “এখনকার দিনে সবাই পরামর্শ দেয়। ভার্চুয়াল দুনিয়া শেখায়—কীভাবে মা হতে হয়, কীভাবে বাবা হতে হয়, কী খেতে হয়, কী করতে হয়। আমার মনে হয়, ঠাকুমা, মা, বোন বা শ্বশুর-শাশুড়ির মতো অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে এসব শেখা উচিত।” 

এ সময়ে সংসার ভাঙার কারণ ব্যাখ্যা করে সুনীল বলেন, “এখন অনেক কিছুই বদলে গিয়েছে। এখন মানুষের বিয়ে হতে না হতেই ডিভোর্স হয়ে যায়। সম্পর্কগুলোতে আর সেই গভীরতা থাকছে না। এর প্রধান কারণ ভার্চুয়াল জগতে মানুষের অতিরিক্ত আসক্তি। মানুষ এখন নিজেকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে