রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১০:০৬:৩৯

বন্যার পানিকে সাক্ষী রেখে, হাঁটুপানিতে দাঁড়িয়েই সারলেন বিয়ে

বন্যার পানিকে সাক্ষী রেখে, হাঁটুপানিতে দাঁড়িয়েই সারলেন বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক : চারদিক থইথই পানি। কোথাও হাঁটু সমান তো কোথাও কোমর ডুবছে। ঝড়-বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের রাস্তা, গির্জা, অনুষ্ঠানস্থল সব কিছু। এমন দুর্যোগে যেখানে সাধারণত লোকজন ঘরের বাইরে পা রাখতে ভয় পান, সেখানে এক যুগল ঠিক করলেন- ভালোবাসার কাছে প্রকৃতির বাধা কিছুই নয়। তাই বন্যার পানিকে সাক্ষী রেখে, হাঁটুপানিতে দাঁড়িয়েই সারলেন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন—বিয়ে।

এই বিস্ময়কর ঘটনা ঘটেছে ফিলিপাইনে। বিয়ের পাত্র জেড রিক ভারদিলো এবং পাত্রী জ্যামাইকা আগুইলার দুজনেই একে অপরকে ভালোবাসেন প্রায় ১০ বছর ধরে। দীর্ঘ এই সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতে ঠিক হয় বিয়ের দিন ২২ জুলাই। দুই পরিবার রাজি, বন্ধুবান্ধব উচ্ছ্বসিত, চলছে পুরোদমে প্রস্তুতি—পোশাক তৈরি, আমন্ত্রণপত্র পাঠানো, ভোজের আয়োজনসহ কিছুই বাদ যায়নি।

কিন্তু ঠিক সেই সময়ই আছড়ে পড়ে ভয়ংকর ঘূর্ণিঝড় ‘উইফা’। অতিবৃষ্টির ফলে ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দেয় দেশজুড়ে। বিয়ের জন্য নির্ধারিত বারাসোয়াইন গির্জাও পানিতে থই থই। কোথাও একচুল শুকনো জায়গা নেই। সবাই ধরে নিলেন—বিয়ে হয়তো স্থগিত হবে, অতিথিরা আসবেন না, আয়োজন ভেস্তে যাবে।

কিন্তু না—ভারদিলো ও আগুইলারের জন্য এ ছিল যেন ভালোবাসার চূড়ান্ত পরীক্ষা। তারা বুঝিয়ে দিলেন যে সম্পর্ক সময়ের পরীক্ষায় টিকে যায়, তা প্রাকৃতিক দুর্যোগেও হার মানে না। তাই নির্ধারিত তারিখেই, পূর্বনির্ধারিত স্থানে, যেভাবে পারা যায়, বিয়েটা হতেই হবে। এই অদম্য মানসিকতা নিয়ে তারা দাঁড়িয়ে গেলেন গির্জার জলমগ্ন ফ্লোরে। হাঁটু পানিতে দাঁড়িয়ে, একে অপরের হাতে হাত রেখে, মুখে হাসি নিয়ে তারা বললেন—‘হ্যাঁ, আমি রাজি।’

বিয়ের মুহূর্তে কেউ বরকে ধরে রাখছেন যাতে তিনি না পিছলে পড়েন, কেউ কনের পোশাক ধরে রেখেছেন যাতে তা পানিতে ভিজে না যায়। চারপাশে আতিথেয়তায় ভেসে বেড়াচ্ছেন অতিথিরাও—প্লাস্টিক চটিজুতা পরে, কখনো বা খালি পায়ে—কিন্তু মুখে একটাই কথা, ‘এটাই তো সত্যিকারের ভালোবাসা।’

এই ব্যতিক্রমী বিয়ের ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই বলেন, এ যেন সিনেমার চেয়েও বেশি নাটকীয়, বেশি আবেগঘন। আবার অনেকে এটিকে ভালোবাসা ও অঙ্গীকারের প্রতীক হিসেবে উল্লেখ করেন।

জ্যামাইকা ও ভারদিলোর এই বিয়ে প্রমাণ করে দিয়েছে—ভালোবাসা যদি দৃঢ় হয়, তবে বন্যা, ঝড়, পানি—কিছুই তাকে থামাতে পারে না। তারা আমাদের মনে করিয়ে দিলেন, প্রকৃত ভালোবাসা কেবল আয়োজনের বিষয় নয়, তা একে অপরকে আঁকড়ে ধরার সাহসের নাম, কোনো পরিস্থিতিতে পিছু না হটার প্রতিজ্ঞার নাম।

এ যেন বিয়ের দিনে শুধু দুটি মানুষের নয়, বরং ভালোবাসারই জয় ঘোষণা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে