বিনোদন ডেস্ক: মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তরুণ অভিনেত্রী রোসা টেইলর। শিশুদের জন্য একটি থিয়েটার শোতে অংশ নিতে যাওয়ার পথে একটি লরির সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ব্রিটেনের এ অভিনেত্রীর।
বিবিসির প্রতিবেদন অনুসারে, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ইংল্যান্ডের উইল্টশায়ার কাউন্টির একটি সড়কে হুন্দাই আই১০ ও স্কানিয়া টিপার এইচজিভি’র মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান ১৯ বছর বয়সী এ অভিনেত্রী।
তিনি সেদিন কর্শাম লাইব্রেরিতে একটি শিশুতোষ মঞ্চনাটকে অংশ নিতে যাচ্ছিলেন।
অভিনেত্রীর এমন মৃত্যু যেন মেনে নিতে পারছেন না পরিবার ও অনুরাগীরা। রোসার পরিবার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বাবা গ্যারেথ টেইলর বলেছেন, ‘রোসা ছিল ভীষণ প্রাণবন্ত, মেধাবী এবং সবার প্রিয়।
সে যেমন অসাধারণ অভিনয় করত, তেমনি ছিল মনেও খুবই বড়। ওর ভবিষ্যৎ ছিল উজ্জ্বল, অথচ কী অল্প বয়সেই হারিয়ে গেল!’
রোসার মতো প্রতিভাবান একজন তরুণীর এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ব্রিটেনের থিয়েটার অঙ্গনে। তার সহকর্মী ও বন্ধুরা বলছেন, ‘রোসা ছিল এক উজ্জ্বল তারা; সবচেয়ে ভালো বন্ধু, যার মতো স্বাভাবিক প্রতিভাবান অভিনেত্রী সচরাচর দেখা যায় না।’
ল্যাঙ্কাশায়ারের আপহোল্যান্ডের বাসিন্দা রোসা থিয়েটার ও মিউজিক্যাল পারফর্ম্যান্সে পারদর্শী ছিলেন।
তিনি স্কেলমারসডেলের আর্টজ সেন্টারে নিয়মিত মঞ্চে অভিনয় করতেন। পরে লিভারপুল ইনস্টিটিউট ফর পারফর্মিং আর্টস সিক্সথ ফর্ম কলেজে সংগীতনাট্যে পড়াশোনা করেন। চলতি বছর তিনি লন্ডনের ট্রিনিটি ল্যাবান কনজারভেটোয়ারে পড়াশোনার সুযোগ পেয়েছিলেন, যেখানে সেপ্টেম্বর থেকে তার ক্লাস শুরু হওয়ার কথা ছিল।
রোসা টেইলর সম্প্রতি ‘স্ক্রাম্পটিউস’নামে একটি প্রযোজনায় প্রধান চরিত্রে অভিনয় করছিলেন, যা বেগারস বিলিফ কালেকটিভ আয়োজিত। দুর্ঘটনার দিন তিনি কর্শামের লাইব্রেরিতে সেই নাটকের শোতে অংশ নিতে যাচ্ছিলেন।
শুধু মঞ্চেই নয়, রোসা শিশুদের জন্মদিনে বিভিন্ন জনপ্রিয় চরিত্রে সেজে পারফর্ম করতেন। যেমন- অ্যারিয়ানা গ্রান্দে, জেসমিন (আলাদিন), বা বেল (বিউটি অ্যান্ড দ্য বিস্ট)। শিশুর মুখে হাসি ফোটাতে তার এই প্রচেষ্টা ছিল অসাধারণ। পাশাপাশি, তিনি অর্মস্কির্কের ব্রিয়ারস হল হোটেলেও কাজ করতেন।