বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাতের বাবা মো. মকবুল হুসাইন দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এরপর থেকেই মিষ্টি জান্নাত ভেঙে পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন একাধিক পোস্ট।
মিষ্টি জান্নাত পোস্ট দিয়ে লিখেছেন, ‘শেষ বিদায়, অসহায়ের মত তাকিয়ে আছি। আমাকে একা রেখে চলে গেলে আব্বু, এত বড় একটা পৃথিবীতে এত শত্রুর ভিড়ে আমি আর আম্মু একা হয়ে গেলাম।’
আমি কি করবো বাবা উল্লেখ করে তিনি বলেন, ‘এত বড় বাড়িতে নেই কোন আয়োজন। এত মানুষের ভিড়ে, আমার শুধু তোমাকেই চাই বাবা। কেউ সারাদিন ফোন করে না আর। আমি কি করবো বাবা।’
এদিকে আবেগঘন আরেক পোস্টে এ নায়িকা লিখেছেন, ‘এই বিশাল পৃথিবীতে সব আছে আগের মতই শুধু আমার বাবা টা নাই।’ পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা মিষ্টি জান্নাকে শান্তনা দিচ্ছেন।
প্রসঙ্গত, বিয়ের গুঞ্জন, প্রেম এবং বিভিন্ন ব্যক্তিগত কারণে প্রায়শই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই অভিনেত্রী। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয় তার।