শনিবার, ০৯ আগস্ট, ২০২৫, ০২:০৪:২০

এবার যিনি হচ্ছেন নায়িকা দীঘির নায়ক

এবার যিনি হচ্ছেন নায়িকা দীঘির নায়ক

বিনোদন ডেস্ক : বরবাদ সিনেমার পর আসন্ন ঈদে আবারও শাকিব খানের সঙ্গে সিনেমা নিয়ে আসার কথা ছিল মেহেদী হাসান হৃদয়ের। পর পর তিনটি সিনেমার গল্প শোনানো হলেও তা পছন্দ করেননি সুপারস্টার। এরপরই সেই নির্মাতাকে বিকল্প চিন্তা করতে বলেন শাকিব।

এরমধ্যে তার ইঙ্গিত পাওয়া যায় রিয়েল এনার্জি প্রোডাকশনের প্রযোজক  শাহরিন আক্তারের কথাতেও।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, এখন প্রোডাকশন হাউসটি নতুন কাউকে নিয়ে সিনেমা নির্মাণ করবে, শাকিব খানকে নিয়ে আবারও আসবেন তারা, তবে সেটি কবে নিশ্চিত করে বলতে পারেননি।

এরপর শাকিবের ফিরিয়ে দেওয়া সেই পিওর রোমান্টিক গল্প যায় সিয়াম আহমেদের কাছে এবং তিনি তা পছন্দও করেন। যার দরুণ অবশেষে আসন্ন রোজার ঈদে জুটি হয়ে আসছেন ‘জংলি’ নায়ক ও ‘বরবাদ’ নির্মাতা। এমনটাই নিশ্চিত হওয়া গেছে একাধিক ঘনিষ্ট সূত্রে।

শুধু তাই নয়, নাম চূড়ান্ত না হওয়া সেই ছবিটিতে সিয়ামের নায়িকা হিসেবে থাকার কথা রয়েছে চিত্রনায়িকা দীঘির। তার সঙ্গে ইতিমধ্যেই বেশ কয়েকবার আলাপ হয়েছে ছবিটি নিয়ে। নায়িকা যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সারবেন বলে জানা গেছে।

শোনা গেছে, সেপ্টেম্বরের শেষ দিকে কিংবা অক্টোবরের শুরুর দিকে সিনেমাটির ক্যামেরা ওপেন হবে। শুটিং শেষে ২০২৬ সালে ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

এদিকে, সিয়াম আহমেদকে রায়হান রাফীর আরেকটি সিনেমাতে দেখা যাবে, যেখানে তার সঙ্গে থাকবেন চঞ্চল চৌধুরীও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে