বিনোদন ডেস্ক : কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন শাকিব খান। এর কয়েকদিন পর সেখানে গেছেন বুবলীও। সেখানে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তারা। সঙ্গে রয়েছে ছেলে শেহজাদ খান বীর।
শাকিব-বুবলীর ছবিগুলো রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। উঠছে নানা প্রশ্ন। দুই বছর আগে নিউ ইয়র্কে অপু বিশ্বাস ও ছেলে জয়ের সঙ্গে শাকিবকে দেখা গেলেও এবার ছোট ছেলে বীর ও সাবেক স্ত্রী বুবলীর সঙ্গে তিনি। তাই অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি অপুকে ছেড়ে আবারও বুবলীতেই মগ্ন হলেন শাকিব? যদিও এসব বিতর্কে মুখ খুলেননি এ সুপারস্টার।
তবে বুবলী ও ছোট ছেলে বীরের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটালেও বড় ছেলে জয়কে মিস করছেন শাকিব খান। শনিবার দুপুরে নিজের ফেসবুক পেজের স্টোরিতে একটি ছবি শেয়ার করে নেন শাকিব। তাতে দেখা যায় বড় ছেলে আব্রাম খান জয়কে। তাতে শাকিব খান লিখেছেন, ‘মিস ইউ পাপা’।
বুবলীর সঙ্গে একফ্রেমে আসার পর ভক্তদের অনেকে প্রশ্নও ছোঁড়েন, বুবলীর ছেলে শেহজাদকে পেয়ে অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়কে এড়িয়ে গেলেন কী না শাকিব খান! আদতে তা নয়! ভক্তদের এমন জল্পনায় এবার জল ঢাললেন ঢালিউড মেগাস্টার।
তবে বিতর্ক এড়াতে নয়। বাস্তবেই নিজের দুই সন্তানকে সমানভাবে ভালোবাসেন শাকিব। যুক্তরাষ্ট্রে মাস খানেক হলো অবস্থান করছেন নায়ক। সেখানে ছোট ছেলে শেহজাদ খান বীরকে পেলেও আরেক সন্তান আব্রাম খান জয়কে পাননি তিনি।
আরও কিছুদিন নাকি সেখানে থাকবেন শাকিব। এমন সময় নিজের বড় ছেলের প্রতি আবেগঘন হয়ে পড়লেন এই নায়ক; তাকে মিস করতে শুরু করলেন।
এদিকে, গতকাল শুক্রবার নিজের ফেসবুক পেজের একটি স্টোরিতে শাকিব খান জানিয়েছেন, বড় পর্দার জন্য বড় বড় স্বপ্ন নিয়ে দিনের পর দিন ছোটাছুটি চলছে। এই সময়ের নীরবতা মানে কোনো শূন্যতা নয়; বরং বড় কিছু ঘটার অপেক্ষা। শাকিব খান আরো উল্লেখ করেন, খুব শিগগিরই এমন কিছু নিয়ে ফিরে আসছেন তিনি, যাতে থাকছে সাহসী, স্মরণীয় এবং আইকনিক কিছু।