বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ১০:৪১:১০

প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি সৃজিত

প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি সৃজিত

বিনোদন ডেস্ক : ‘আমার রকস্টার’—এইভাবেই তাহসান-মিথিলাকন্যা আইরাকে ডাকলেন ভারতীয় পরিচালক সৃজিত মুখার্জি। সম্পর্কে আইরার বাবা তিনি। যে কারণে মিডিয়াতে মেয়ের প্রথম কাজে খুব খুশি কলকাতার পরিচালক। 

রাফিয়াত রশিদ মিথিলা ও তাহসান খানের মেয়ে আইরা ছোট থেকেই সৃজিতের ভীষণ আদরের। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়শই মেয়ের সঙ্গে নানা মুহূর্ত শেয়ার করে নিতে দেখা যায় তাকে।

সম্প্রতি একটি বিজ্ঞাপনে মায়ের সঙ্গে এক ফ্রেমে হাজির হয়েছে ছোট্ট আইরা। সেই ভিডিও নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন পরিচালক।

মেয়েকে পর্দায় দেখে প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি সৃজিত।

আনন্দবাজারকে তিনি বলেন, “দেখতে দেখতে বড় হয়ে গেল! আমি কি বুড়ো হচ্ছি জানি না, তবে চোখের সামনে সময় উড়ে গেল।”

যদিও মিথিলা-সৃজিত দাম্পত্য নিয়ে নানা গুঞ্জন শোনা যায়, তবে আইরার সঙ্গে সৃজিতের সম্পর্কের উষ্ণতা অটুট। 

ভবিষ্যতে কি তবে পরিচালক হিসেবে আইরাকে নিজের ছবিতে নেবেন? এমন প্রশ্নে সৃজিতের উত্তর, “আমার কোনও ছবিতে যদি চরিত্রের সঙ্গে মানিয়ে যায়, অবশ্যই ওকে নিতে চাইব।”

প্রসঙ্গত, তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। তবে সেই সংসারেও এখন শোনা যাচ্ছে ভাঙনের গুঞ্জন। তারকা দম্পতির সম্পর্কের সমীকরণ এখন যাই হোক না কেন, বাবা হিসেবে মেয়ের প্রতি ভালোবাসা রয়েছে সৃজিতের। সেটাই প্রকাশ করলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে