বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ০৪:৪৯:৩৪

ডাক্তার বলেছে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে : হিরো আলম

ডাক্তার বলেছে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে : হিরো আলম

বিনোদন ডেস্ক : হিরো আলমের হার্ট অ্যাটাক হয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে হিরো আলম জানান, মানসিক সমস্যা থেকেই তার এই অবস্থা। যেকোনো সময় কিছু ঘটে যেতে পারে বলে জানান তিনি।

আশরাফুল আলম ওরফে হিরো আলম সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার একটি পোস্ট দেন। যেখানে তিনি আত্মহত্যা করবেন বলে জানান। পরে একটি ভিডিও প্রকাশ করে তার সিদ্ধান্ত থেকে সরে আসার খবর জানান। বুধবার বিকেলে হিরো আলম একটি পোস্টে জানান তার হার্ট অ্যাটাকের খবর।

জানা যায়, হিরো আলমের বুকের ব্যথা বেশি হলে পরিবারের সদস্যরা বিকাল সাড়ে ৪টার দিকে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করান। তবে সেখানে দুই ঘণ্টা ভর্তি থাকার পর গণমাধ্যমকর্মীদের ঝামেলার কারণে তাকে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অন্যত্র নিতে বলা হয়। পরে পরিবারের সদস্যরা আলমকে নিয়ে দ্রুত টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করান। সেখানে তার চিকিৎসা চলছে।

বৃহস্পতিবার সকালে হাসপাতালের বিছানার কয়েকটি ছবি পাঠিয়ে বলেন, ‘আমি হাসপাতালে ভর্তি আছি এখনো। আমার হার্টে সমস্যা হয়েছে। আমার শারীরিক অবস্থা ভালো না। মানসিক দুশ্চিন্তার কারণে এমনটা হয়েছে। এভাবে চলতে থাকলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যাবে।

দুর্ঘটনা ঘটে যাবে জেনেও কেন মানসিক চাপ নিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘রিয়া মনি আমাকে ছেড়ে চলে গেছে এটার কারণে আমি ভালো থাকতে পারতেছি না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে