শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১২:০৬:২৯

বাংলাদেশের দিব্যকে পিঠ চাপড়ে আদর করলেন বলিউড তারকা আমির খান

বাংলাদেশের দিব্যকে পিঠ চাপড়ে আদর করলেন বলিউড তারকা আমির খান

বিনোদন ডেস্ক : ঘটনাটা অস্ট্রেলিয়ার মেলবোর্নে। বাংলাদেশের তরুণ অভিনেতা দিব্য জ্যোতির সঙ্গে বলিউড তারকা আমির খানের হঠাৎ দেখা হয়ে গেল। সেখানেই নিজের পরিচয় দেন দিব্য। 

জানান ভারতের নন্দিত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে তাঁর কাজের কথা। শুনে আন্তরিক প্রতিক্রিয়া জানান ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান, পিঠ চাপড়ে শুভকামনা জানান বাংলাদেশের তরুণ এই অভিনেতাকে।

দেশের বিনোদনজগতের নতুন প্রজন্মের আলোচিত দুই মুখ সৌম্য জ্যোতি ও দিব্য জ্যোতি। নাট্যকার–অভিনেতা বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশি দম্পতির এই যমজ সন্তানেরা খুব অল্প সময়ে বিনোদন অঙ্গনে নিজেদের জায়গা পাকা করে নিয়েছেন। গত ঈদে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় সৌম্যর অভিনয় প্রশংসা কুড়াচ্ছে, আর দিব্য ইতিমধ্যেই ‘মুজিব’সহ একাধিক সিনেমা ও সিরিজে নজর কেড়েছেন। বিনোদন অঙ্গনে দুই ভাইয়ের সুনাম আছে।

অভিনয়ের পাশাপাশি পড়াশোনায়ও মনোযোগী দুই ভাই আছেন মা-বাবার সঙ্গে, মেলবোর্নে। সেখানেই আমির-দর্শন। দিব্য নিজের পরিচয় দেন বাংলাদেশের অভিনেতা হিসেবে। এরপর জানান, ভারতের নন্দিত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে কাজ করেছেন। এ কথা শুনে আমির খান দেখান বিশেষ আন্তরিকতা। কারণ, বেনেগালের তিনি দীর্ঘদিনের ভক্ত। দিব্যর পিঠ চাপড়ে শুভকামনা জানিয়ে গর্ব প্রকাশ করেন বলে জানিয়েছেন দিব্যর মা অভিনেত্রী খুশি।

দিব্যর মা শাহনাজ খুশি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন একটি ছবি। তাতে দেখা যায়, দিব্যর পাশে পরিপাটি পোশাক গায়ে আমির খান। পাশে ব্যাগ কাঁধে শীতের পোশাকে দিব্য। ক্যাপশনে খুশি লিখেছেন, ‘মেলবোর্নে রাস্তায় দিব্যর স্বপ্নের নায়ক, আমির খানের সঙ্গে হঠাৎ দেখা! এরপর বাংলাদেশের অভিনেতা হিসেবে পরিচয় দেওয়া, কথা বলা।’ 

শাহনাজ খুশির ভাষায়, ‘অচেনা-অখ্যাত একজন শিল্পীর প্রতি আমির খানের মতো একজন তারকার এমন বিনয় নিশ্চয় দিব্যর জন্যও শিক্ষণীয় হয়ে থাকবে।’ এই পোস্টে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সহকর্মী ও ভক্তরা। ইতিমধ্যে ১৮ হাজারের বেশি প্রতিক্রিয়া জমা হয়েছে। মন্তব্য করেছেন ৫১৯ জন।

অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘অবাক কাণ্ড।’ নির্মাতা ও অভিনেতা কচি খন্দকার লিখেছেন, ‘অসাধারণ এটা স্বপ্নের মতো সুন্দর।’ অভিনেত্রী তানভীন সুইটি লিখেছেন, ‘বাহ! দারুণ।’ চিত্রলেখা গুহ লিখেছেন, ‘দারুণ তো।’ শিল্পনির্দেশক উত্তম গুহ লিখেছেন, ‘বাহ্ অত্যন্ত আনন্দ মুহূর্ত দিব্যর জন্য।’ ভক্তদের মতে, মেলবোর্নের এক রাস্তার মোড়ে ঘটে যাওয়া এই মুহূর্ত শুধু এক সাক্ষাৎ নয়, দিব্য জ্যোতির অভিনয়যাত্রায় এটি হয়ে থাকবে এক অনুপ্রেরণার মাইলফলক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে