বিনোদন ডেস্ক : বিয়ের বয়স পেরিয়ে যাওয়ার পথে, কিন্তু কোনো অবস্থাতেই বিয়েতে রাজি হচ্ছেন সালমান খান। এবার সালমান খানকে বিয়ের আলটিমেটাম দিলেন তার বাবা-মা।
এদিকে অনেকদিন ধরেই বলিউড সুপারস্টার সালমান খান এবং লুলিয়া ভান্টুরের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। বলিউডের আনাচে কানাচে তাদের নিয়ে গুঞ্জন আরো একধাপ এগিয়েছে।
সালমানের বিশেষ পার্টিতে একসঙ্গে দেখা গেছে দুজনকে। তবে আজ পর্যন্ত লুলিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি সুচতুর সালমান খান।
বন্ধু-বান্ধব বা তার পরিবারের সঙ্গেও সময় কাটিয়েছেন সালমান। অনেকেই বলছিলেন‚ সালমান-লুলিয়ার বিয়ে শুধু সময়ের ব্যাপার।
সূত্রের খবর, লুলিয়াকে বিয়ে করা নিয়ে সিদ্ধান্ত নিতে সালমানকে নাকি চরম বার্তা দিয়েছেন সেলিম ও সালমা খান। তারা বলেছেন‚ এপ্রিলের মধ্যেই লুলিয়াকে বিয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে সালমানকে।
সালমান এ বিয়েতে রাজি থাকলে বিয়ের দিন নিয়েও চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছেন তার মা-বাবা। সালমান-লুলিয়ার বিয়ের মাস বেছে নেয়া হয়েছে জুলাই‚ নভেম্বর কিংবা ডিসেম্বর। এ জন্য নাকি তার বাবা-মা আলটিমেটামও দিয়েছেন।
২ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম