বুধবার, ০২ মার্চ, ২০১৬, ১০:৪৫:০৪

আবার কোহলির কাছে ফিরতে চান আনুশকা!

আবার কোহলির কাছে ফিরতে চান আনুশকা!

বিনোদন ডেস্ক : ভারত-পাকিস্তানের ম্যাচের পর থেকেই বিরাট কোহলিকে নিয়ে মেতেছে সোশাল মিডিয়াগুলো।l আর সেখানে একাধিকবার উঠে এসেছে অানুশকা প্রসঙ্গl ব্রেকআপের পর আনুশকা যতই এ বিষয়ে মুখে কুলুপ এঁটে থাকুন না কেন, বিরাটের ভক্তরা যে তাকে নিয়ে ট্যুইটার বা ফেসবুকে সমালোচনা করবেন, তা বোধ হয় নায়িকা নিজেও বুঝতে পারছেনl কিন্তু, এ সব তো গেল অন্য কথাl জানেন কি, ভারত-পাকিস্তানের ম্যাচের পর আনুশকা নিজে থেকে ফোন করেছিলেন বিরাটকেl

অবাক লাগছে? নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না তো? ভাবছেন তো, এত তাড়াতাড়ি মান ভঞ্জন হয়ে গেল নায়িকার? যিনি কিনা বিয়ের কথা বলতেই চটে গিয়েছিলেনl কিন্তু, বিশেষ সূত্র বলছে, ভারত-পাকিস্তান ম্যাচের পর বিরাট কোহলিকে ফোন করেছিলেন আনুশকা শর্মাl শুধু তাই নয়, বিরাট কোহলির পারফরম্যান্সের জন্য তাকে শুভেচ্ছাও জানান আনুশকাl' লেডিলাভারের ফোন পেয়ে, মনে মনে যাই হোক না কেন, বিরাট কিন্তু, এ বিষয়ে মুখে কোনো কথাই বলেন নি।

এর আগেও আমরা আপনাদের জানিয়েছিলাম যে, আনুশকা শর্মাকে ফিরে পেতে, বিরাট অহরহ চেষ্টা চালিয়ে যাচ্ছেনl শুধু তাই নয়, ইদানিংকালে, আনুশকার ভাইয়ের সঙ্গে কথা বলছেনl এমনকি বাংলাদেশে এশিয়া কাপে খেলতে গিয়ে আনুশকাকে নিয়ে একটি গানও গেয়েছেন তিনি। এতো কিছুর পরে তাহলে আনুশকার মন গললো। আনুশকা শেষ পর্যন্ত বিরাটের কাছে ফিরে আসতে চাইছেন?

অানুষ্কা আপাতত সালমান খানের সঙ্গে সুলতান সিনেমার শুটিং-এ ব্যস্ত রয়েছেনl গুঞ্জন বলছে, সুলতানের শুটিং শুরু হওয়ার পর থেকেই আনুশকা, বিরাটের সম্পর্কে জটিলতা তৈরি হয়l শুটিং শুরু হওয়ার পর পরই ব্যস্ত হয়ে পড়েন আনুশকাl আর তখনই তাকে বিয়ের প্রস্তাব দেন বিরাটl যা শুনে চটে গিয়ে, বিরাটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন 'সুলতানের বেগম'l এখন দেখা যাক, কয়েক মাস বিরহে কাটানোর পর শেষ পর্যন্ত বিরাটের কাছে আবার আনুশকা ফিরে আসেন কি না?

বিরহ যে ইন্ডিয়ান ক্রিকেটের স্টাইল আইকনকে বেশ কাবু করেছে তার আন্দাজ পাওয়া যাচ্ছিল। তা আরও পরিষ্কার হলো ইন্ডিয়ান হাই কমিশলের অনুষ্ঠানে বিরাটের গলায় 'যো ওয়াদা কিয়া ও নিভানা পড়েগা' শোনার পর। বাকি সকলের মতো এই গানের 'মেসেজ' পৌঁছেছিল অানুশকার কানেও। আর তাতেই কি কাজ হলো?
০২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে