সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১০:২৮:০৩

তানজিন তিশা এবার শাকিব খানের সঙ্গে!

তানজিন তিশা এবার শাকিব খানের সঙ্গে!

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে অনেকে নায়িকা খ্যাতি কুড়িয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন জনপ্রিয় নাট্যাভিনেত্রী তানজিন তিশা। সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সবকিছু মৌখিকভাবে চূড়ান্ত হলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 

চলচ্চিত্রটির নাম এখনো নির্ধারিত হয়নি। এটি পরিচালনা করবেন বিজ্ঞাপন ও টেলিভিশন নাটকের জনপ্রিয় নির্মাতা সাকিব ফাহাদ। জানা গেছে, সিনেমাটির অধিকাংশ শুটিং বাংলাদেশ ও থাইল্যান্ড হবে। 

একাধিক গণমাধ্যম খবর প্রকাশ করেছে, সিনেমাটিতে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের চরিত্রে অভিনয় করবেন শাকিব খান।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে