রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ০৩:৩৩:৪১

‘ভারত থেকে বলছি, অসাধারণ সিনেমা, শাকিব খান এখন গ্লোবাল স্টার’

‘ভারত থেকে বলছি, অসাধারণ সিনেমা, শাকিব খান এখন গ্লোবাল স্টার’

বিনোদন ডেস্ক : আবারও আলোচনায় এসেছে গত বছর মুক্তি পাওয়া শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা ‘তুফান’। সিনেমাটি দেশ-বিদেশে মুক্তির পর যেমন ওটিটিতে সাফল্য পেয়েছিল, এবার হিন্দি ডাবিং সংস্করণে অর্জন করল দারুণ জনপ্রিয়তা।

ভারতের প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) তাদের অফিসিয়াল হিন্দি ইউটিউব চ্যানেল ‘এসভিএফ ভারত’-এ প্রকাশ করা হয় ‘তুফান’ এর হিন্দি ডাবিং। মাত্র ৮ দিন আগে প্রকাশ হওয়া এই সংস্করণটির ভিউ ইতোমধ্যে পৌঁছে গেছে প্রায় ৬ মিলিয়নে।

এত অল্প সময়ে এত ভিউ, এই চ্যানেলের অনেক হিট সিনেমাও পায়নি। এমনকি টালিউডের জনপ্রিয় নায়ক দেবের ‘আমাজন অভিজান’, জিৎ-এর ‘জোশ’ বা যশ দাসগুপ্তের ‘গ্যাংস্টার’— এসব ছবিও হিন্দিভাষী দর্শকদের মাঝে এতটা সাড়া ফেলতে পারেনি।

এছাড়াও হিন্দি দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছে সিনেমার জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’-এর হিন্দি রিমেক। মন্তব্য ঘরে দর্শকরা লিখছেন, ‘এ যেন কোনো সাউথ বা বলিউড সিনেমা দেখলাম।’ কেউ আবার লিখেছেন, ‘ভারত থেকে বলছি, অসাধারণ সিনেমা।’ এক নেটিজেনের মন্তব্য, ‘তুফান এখন আন্তর্জাতিক পর্যায়ের সিনেমা, শাকিব এখন গ্লোবাল স্টার।’

ডাবিং কোয়ালিটির প্রশংসাও করেছেন অনেকে। ইতোমধ্যেই প্রায় ৪ হাজার মন্তব্য জমা পড়েছে ভিডিওটিতে।

তবে শুধু তুফান নয়, হিন্দিভাষী দর্শকদের এখন দাবি, শাকিব খানের ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’ সিনেমাও যেন হিন্দিতে ডাব করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে