শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ০৮:৪৭:৪১

অবশেষে যাকে ‘স্বামী’ বলে পরিচয় দিলেন জাহ্নবী কাপুর

অবশেষে যাকে ‘স্বামী’ বলে পরিচয় দিলেন জাহ্নবী কাপুর

বিনোদন ডেস্ক : মা শ্রীদেবীর মৃত্যুর পর প্রাক্তন প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গেই মূলত ঘনিষ্ঠ হন অভিনেত্রী জাহ্নবী কাপুর। এক সময় নিজেদের সম্পর্ক লুকিয়ে রাখলেও গত বছর থেকে তাদের একসঙ্গে প্রায়ই দেখা যায়। সম্প্রতি শিখরের নাম লেখা একটি হার পরে নিজের প্রেমের সম্পর্কও স্বীকার করেন জাহ্নবী। এমনকি নিজেই জানান, শিখরকে নিয়ে তিনি খুবই ‘সিরিয়াস’।

কিন্তু এরই মাঝে চমকে দেওয়ার মতো কথা বললেন জাহ্নবী। এক সাক্ষাৎকারে ওরি, অর্থাৎ ওরহান অবাত্রামণিকে ‘স্বামী’ বলে পরিচয় দিলেন অভিনেত্রী। 

ওরি বলিউডের আলোচিত মুখ হলেও তার আসলে সেখানে কী কাজ, তা জানেন না কেউ। হঠাৎ করেই বলিউডে চলে আসেন। তবে জাহ্নবীর পরিবারের সঙ্গে ওরির ভালো সম্পর্ক। 

তবে এমন এক ব্যক্তিকে জাহ্নবীর ‘স্বামী’ বলার পেছনে রয়েছে নাকি এক মজার ঘটনা। জাহ্নবীর কথায়, বিদেশে গেলেই অনেক ছেলের কাছ থেকে প্রেমের প্রস্তাব পান তিনি। একবার লস অ্যাঞ্জেলেসে একটি রেস্তোরাঁয় এমনই পরিস্থিতি তৈরি হয়। একের পর এক ওয়েটার এসে কেউ ফোন নম্বর দিয়ে যাচ্ছেন, কেউ খাবারের সঙ্গে মিষ্টি কথা বলছেন। তখন পাশে বসে ছিলেন ওরি। জাহ্নবী বলেন, ‘আমি তখন ওরিকে দেখিয়ে বলি— উনি আমার স্বামী।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে