বিনোদন ডেস্ক : কদিন আগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনির দাম্পত্য কলহ নতুন করে আলোচনায় আসে। সম্পর্কের টানাপড়েন, ঝগড়া, বিচ্ছেদের পথে হাঁটা এবং পুনর্মিলনের পর আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসেন দম্পতি। হিরো আলম অভিযোগ করেছেন, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারের একটি আবাসিক হোটেলে কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে রাত কাটাচ্ছেন।
হিরো আলম বেশকিছু ভিডিও শেয়ার করেন যেখানে রিয়া মনি ও অভিকে দেখা যায় তারা কোনো একটি হোতেলের রিসেপশনে কথা বলছেন।
এরপর হিরো আলম ফেসবুকেই ঘোষনা দেন আত্মহত্যা করবেন। পরে ছেলে মেয়েদের অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। এরপর হিরো আলমকে দেখা যায় বরগুনায় রিয়া মনির বাড়িতে। সেখান থেকেই আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর জানান তাদের মিটমাট হয়ে গেছে।
রিয়ামনি নিজেও জানিয়েছেন হিরো আলমের সঙ্গে সব ঠিকঠাক। বরগুনা থেকে রিয়ামনি হিরো আলমের গ্রামের বাড়ি বগুড়ায় এরুলিয়ায় ফিরেছেন। এখন শ্বশুরবাড়িতেই রয়েছেন আলোচিত এই মডেল। সেখানে হিরো আলমের ছেলেমেয়দের সঙ্গে আনন্দময় সময় কাটাচ্ছেন। বেশকিছু ছবি ফেসবুকে শেয়ার করেছেন তিনি।
এদিকে বিষয়টি হিরো আলমও নিশ্চিত করে জানালেন রিয়া মনি এখন বগুড়ায়। রবিবার দুপুরে তিনি বললেন, রিয়া মনি এখন বগুড়ার ভাবি। সবাই এখন রিয়া মনিকে দেখেই ভাবি ভাবি করতেছে। এরুলিয়ায় রিয়া মনি এখন সংসার নিয়ে ব্যস্ত।
দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপড়েন যাচ্ছে হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনির। আলমের বাবার মৃত্যুর পর থেকেই এই বিবাদ সামনে আসে। এরপর একাধিকবার রিয়া মনির বিরুদ্ধে অভিযোগ তোলেন আলম। রিয়া মনির বিরুদ্ধে থানায় মামলাও করেছেন হিরো আলম। সেই মামলায় গ্রেপ্তারও করা হয় রিয়া মনিকে। তবে এর পরদিন জামিন পান রিয়া মনি।
স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপড়েনে অনেকদিন ধরেই হতাশায় মগ্ন হিরো আলম। তাই তিনি হতাশায় আত্মহত্যার চেষ্টাও করেন। তখন সবাইকে চমকে দিয়ে রিয়া মনি হিরো আলমের পাশে দাঁড়ায়। তার যত্ন নেয়, সুস্থ করে তোলে। যখন সবকিছু ঠিক হবার পথে তখনই আবার ছন্দপতন এই আলোচিত জুটির।