রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ০৮:০০:৫৯

প্রয়াত অভিনেতা সুশান্তের সঙ্গে অভিনয় করা সেই জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যু

প্রয়াত অভিনেতা সুশান্তের সঙ্গে অভিনয় করা সেই জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যু

বিনোদন ডেস্ক : আবার বিনোদন জগতে শোকের ছায়া। মারা গেছেন সুশান্ত সিং রাজপুতের সহ-অভিনেত্রী প্রিয়া মারাঠে। মাত্র ৩৮ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন 'পবিত্র রিশতা' খ্যাত অভিনেত্রী। 

রোববার (৩১ আগস্ট) মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৩৮ বছর বয়সি প্রিয়া। 

পরিবার সূত্রের খবর, গত এক বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন প্রিয়া। অভিনেত্রীর চিকিৎসা চলছিল। তবুও অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত ক্যান্সারের কাছেই হার মানতে হয় তাকে। 

পবিত্র রিশতা সিরিয়ালে অঙ্কিতা লোখান্ডওয়ালার বোনের চরিত্র বর্ষার ভূমিকায় অভিনয় করে প্রিয়া জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন। সে সময় কাজ করেছিলেন আরেক প্রয়াত অভিনেতা সুশান্তের সঙ্গেও। 

১৯৮৭ সালের ২৩ এপ্রিল জন্ম প্রিয়ার। তার বেড়ে ওঠা মুম্বাই শহরেই। পড়াশোনা শেষ করেই তিনি অভিনয় জগতে পা রাখেন। হিন্দি ও মারাঠি ধারাবাহিকের অতি পরিচিত মুখ ছিলেন। শুধু তাই নয়, স্ট্যান্ড-আপ কমেডিয়ানও ছিলেন তিনি। 

মারাঠি সিরিয়ালের পাশাপাশি বালাজি টেলি ফিল্মসের কসম সে সিরিয়ালে অভিনয় করেন। তাকে কমেডি সার্কাসের প্রথম সিজনেও দেখা গিয়েছিল। এছাড়াও ‘পবিত্র রিশ’ ছাড়াও ‘তু তিথে মে’, ‘সাথ নিভানা সাথিয়া’র মতো ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।

এর আগে পবিত্র রিশতা খ্যাত ও জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতেরও মৃত্যু হয়। ২০২০ সালের জুন মাসে সুশান্তের বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। 

পবিত্র রিশতা সিরিয়াল থেকেই সুশান্তের অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট শুরু। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সুশান্তের পর পবিত্র রিশতার আরও এক অভিনেত্রীর মৃত্যুতে হিন্দি টেলিভিশনে শোকের ছায়া নেমে এসেছে।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে