বিনোদন ডেস্ক : যকৃতের ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী দীপিকা কাক্কার। গত মে মাসে নিজেই অসুস্থতার খবর দিয়েছিলেন। তার পর থেকে যন্ত্রণার কথা এক এক করে তুলে ধরেছিলেন দীপিকা। ক্যান্সারের চিকিৎসা শুরু হয়েছে তাঁর।
অস্ত্রোপচারও হয়েছে। বেশ সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু হঠাৎই শরীর খারাপ। দীপিকা জানান, একেবারেই ভাল নেই তিনি।
ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে অভিনেত্রীর রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে গিয়েছে। লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। সেই চিকিৎসা তো তাঁর চলছিলই। কিন্তু ইতিমধ্যেই তিনি ভাইরাল সংক্রমণের শিকার হয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করে নিয়েছেন তিনি। দীপিকা কক্কর নিজের ব্লগে জানিয়েছেন, ‘আমার অবস্থা সত্যিই খুব খারাপ। রুহানের মতো ইনফেকশন হয়েছে। আমার ক্ষেত্রে তো বিষয়টা আরও গুরুতর। কারণ, আমার ক্যান্সারের চিকিৎসা চলছে।
যে কারণে আমার রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটা কমে গিয়েছে।’
অভিনেত্রী বলেছেন, ‘আপাতত ডাক্তাররা আমাকে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি-অ্যালার্জির ওষুধের কড়া ডোজ দিচ্ছেন। আমি আশা করছি, খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠব। আমার খুব দুর্বলও লাগছে।’
এর আগে দীপিকা তাঁর একটি ব্লগে থেরাপি নিয়ে কথা বলেছিলেন। অভিনেত্রী জানিয়েছিলেন, গত এক মাস ধরে তিনি একটানা ওষুধ খাচ্ছেন। এর কারণে তাঁর শরীরে অনেক প্রভাব পড়ছে। তাঁর আলসার, হাতে ফুসকুড়ি, নাক ও গলায় সমস্যা হয়েছে। দীপিকা কক্কর এই বছর মে মাসে একটি ব্লগ শেয়ার করেছিলেন। যেখানে অভিনেত্রী ভক্তদের জানিয়েছিলেন যে তাঁর ২ নম্বর পর্যায়ে লিভার ক্যান্সার হয়েছে। আপাতত তাঁর অস্ত্রোপচার হয়েছে এবং তিনি আগের থেকে অনেক ভাল আছেন। তবে আপাতত তিনি ভাইরালে আক্রান্ত।