বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০১৬, ০৩:৫৪:৪২

এপ্রিলে সালমান খানে বিয়ে, পাত্রী সেই লুলিয়া!

এপ্রিলে সালমান খানে বিয়ে, পাত্রী সেই লুলিয়া!

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানের বয়স ৫০ পেরিয়েছে। কিন্তু এখনও ব্যাচেলর। বিয়ের কথা উঠলেই এতদিন তিনি কৌশলে এটা-ওটা বলে এড়িয়ে গিয়েছেন। তবে এবার আর সেভাবে ফাঁকি দেয়ার দিন বোধ হয় শেষ হল ভাইজানের।

কেন না, এবার তাকে বিয়ে করিয়েই ছাড়বে তার পরিবার। আর সেজন্য আদাজল খেয়েই তারা মাঠে নেমেছেন। শুধু তাই নয়, তাদের বেঁধে দেয়া সময়ের মধ্যেই বিয়ে করতে হবে সালমান খানকে। তাহলে সালমান খান এবার কি করবেন? কাকেই বা বিয়ে করবেন তিনি? এমন প্রশ্ন সামনে আসতেই অনেকেই একবাক্যে বলছেন তার কথিত প্রেমিকা লুলিয়াকেই বিয়ে করবেন সালমান।

এ প্রসঙ্গে সালমানের বাবা সেলিম খান ও মা সালমা খানের বরাতে একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সালমান খানের বাবা ও মা দুজনেই এই তারকা অভিনেতাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যথেষ্ট অজুহাত দেখানো হয়েছে, আর নয়! এই এপ্রিলের মধ্যেই বিয়ের বিষয়টি চূড়ান্ত করতে হবে। কিন্তু পাত্রী? পাত্রী সেই রোমানীয় মডেল ও টিভি তারকা লুলিয়া ভান্তুর।

এর আগে সেলিম খান ও সালমা খান যতবারই তাদের আদরের ছেলেকে বিয়ের জন্য বলেছেন, ততবারই সালমান খান তার বিরুদ্ধে করা ২০০২ সালের মামলার (হিট অ্যান্ড রান কেস’) অজুহাত দেখিয়ে বলেছেন, ‘বিয়ের পর আমার স্ত্রীকে কী জবাব দেব, যদি মামলার রায় আমার বিপক্ষে যায়?’
৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে