রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৮:১৮

এবার গ্রেফতার আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মূল আয়োজক সেই সুইটি

এবার গ্রেফতার আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মূল আয়োজক সেই সুইটি

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর তেজগাঁওয়ে রহিম মেটাল মসজিদের সামনে জুমার নামাজের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মূল আয়োজক মহিলা আওয়ামী লীগ নেত্রী নাহিদা নূর সুইটিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্রে জানা যায়, শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক বেলা ৪টা দিকে রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি দল। 

 গ্রেফতারকৃত নাহিদা নূর সুইটি ওই ঝটিকা মিছিলের মূল পরিকল্পনাকারী ও আয়োজক ছিলেন বলে জানিয়েছে ডিবি।
 
গ্রেফতারকৃত সুইটি ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সদস্য। এছাড়াও তিনি কাফরুল থানা মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কাফরুল থানা ৯৪ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক।
 
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত সুইটি এবং মিছিলে অংশগ্রহণকারী অন্যান্যরা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। তারা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন।
 
এ ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আরও নয়জনকে এরইমধ্যে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত নাহিদা নূর সুইটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের  উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে