বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৯:৩২

লাইফ সাপোর্টে দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন, অবস্থার অবনতি

লাইফ সাপোর্টে দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন, অবস্থার অবনতি

বিনোদন ডেস্ক : দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার (১০ সেপ্টেম্বর) তাকে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

পারিবারিক সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। তার অবস্থা এতটাই নাজুক যে, তাকে সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করাতে হয়। নিয়মিত ডায়ালাইসিসের জন্য গত ২ সেপ্টেম্বর তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন থেকেই তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিল্পীর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে এবং সংক্রমণ বেড়েছে। কিডনির জটিলতাও গুরুতর পর্যায়ে রয়েছে। সব মিলিয়ে তার অবস্থা আশঙ্কাজনক। ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে এই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।

এর আগে শিল্পীর স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম বলেছিলেন, সার্বিকভাবে ফরিদা পারভীনের অবস্থা খুব একটা ভালো নয়। গত কয়েক মাসে তাকে চারবার আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা করাতে হয়েছে। ফুসফুস ও কিডনিজনিত নানা সমস্যায় তিনি ভুগছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে