বিনোদন ডেস্ক : সম্প্রতি ঢালিউড চলচ্চিত্রের খল অভিনেতা মিশা সওদাগরকে নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, মিশা মারা গেছেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার অনুরাগীরা উদ্বেগ দেখা দেয়। এমন খবর দেখে বিব্রত এই অভিনেত্রী।
এ বিষয়ে বৃহস্পতিবার মিশা সওদাগর গণমাধ্যমকে বলেন, ‘এ নিয়ে কি বলা উচিত ঠিক বুঝতে পারছি না। এমন গুজবে আমি খুবই ব্রিবত। কারণ, এর আগেও এমন গুজব ছড়ানো হয়েছিল। গত দুই দিন আগে আমি আমেরিকা থেকে দেশে এসেছি।’আমার বন্ধু বদিউল আলম খোকনের নতুন সিনেমার শুটিং চলতি সপ্তাহে শুরু করব। সেই চরিত্রের প্রস্তুতি নিচ্ছি। তার মধ্যে এমন একটি গুজব ছড়িয়ে গেছে।’
অনুরাগীদের উদ্দেশে তিনি বলেন্ম, ‘সকলের উদ্দেশে বলতে চাই-আলহামদুলিল্লাহ, আমি সবার দোয়ায় সুস্থ ও ভালো আছি। অহেতুক কেউ গুজব ছড়াবেন না এবং কান দেবেন না। আমার জন্য সবাই দোয়া করবেন।’
গত দুইদিন আগে পায়ের চিকিৎসা শেষে আমেরিকা দেশে ফিরেছেন মিশা। সেখানে চিকিৎসার জন্য গেলে হঠাৎ সামাজিকমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় এবং দাবি করা মবের শিকার হয়েছেন অভিনেতা।
মারধরের খবর সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়লে আমেরিকা থেকে ভিডিও বার্তায় বলেছিলেন, ‘বিষয়টি ভীষণ অপ্রস্তুত অবস্থায় ফেলেছে আমাকে। এ জন্য আমি নিন্দা জ্ঞাপন করছি।’