বিনোদন ডেস্ক : আর মাত্র কয়েক মাস পরেই ৬০ বছরে পা দেবেন সালমান খান।এখনও বিয়ে করেনি। এতোদিনে বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। যদিও বয়স কোনো ব্যাপার নয় তার কাছে বলে জানিয়েছেন। সালমানের মুখে এমন কথা শুনে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অভিনেত্রী টুইঙ্কেল খান্না।
দুই বছর ধরে মৃত্যুভয় তাড়া করছে ভাইজানকে। গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের কাছ থেকে ক্রমাগত খুনের হুমকি পাচ্ছেন তিনি। গত বছর অভিনেতার বাড়িতে পর্যন্ত গুলি চলে। তারপর থেকেই দ্বিগুণ করা হয় তার নিরাপত্তা। এমন অনিশ্চিত জীবন নিয়ে নাকি কোনো নারীর সঙ্গে নিজেকে জড়াতে চান না সালমান। যদিও একটা ইচ্ছা তার রয়েছে, তিনি বাবা হতে চান। সম্প্রতি টুইঙ্কেল ও কাজলের অনুষ্ঠানে অতিথি হয়ে এসে এমন কথাই জানান সালমান খান।
এমনিতেই শিশুদের খুব ভালোবাসেন ভাইজান। বোনের ছেলেমেয়েকে আগলে রাখেন। তিনি ভাই আরবাজ খান ও সোহেল খানের ছেলেদের প্রতি একই রকম স্নেহশীল। সালমান নিজে দাবি করেন, তিনি এখনো কৌমার্য ধরে রেখেছেন। যদিও জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু কারও সঙ্গে থিতু হওয়া হয়নি অভিনেতার। পাশাপাশি অতীতের সব সম্পর্ক ভাঙার দায় নিয়েছেন সালমান নিজেই। অভিনেতা বলেন, একদিন আমার অনেকগুলো সন্তান হবে। খুব শিগগির হবে সেটি।
সালমানের এমন ইচ্ছার কথা শুনে টুইঙ্কেল বলেন, তোমার নিশ্চয়ই এক ডজন সন্তান আছেও হয়তো? পাল্টা জবাবে ভাইজান বলেন, থাকলে তুমি নিশ্চয়ই জানতে।
রসিকতা করে টুইঙ্কেল বলেন, ৬০ বছর ছুঁই ছুঁই বয়সে সালমানের সন্তান হলে তার দেখাশোনার দায়িত্ব নেবে কে? উত্তরে ভাইজান বলেন, তার অনেক বড় পরিবার। গোটা পরিবার মিলে সন্তান মানুষ করে দেবে। কোনো চিন্তা নেই তার।