শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪০:২৮

ভাইরাল চিত্রনায়িকা পূর্ণিমার একটি পুরনো ইন্টারভিউ ক্লিপ

ভাইরাল চিত্রনায়িকা পূর্ণিমার একটি পুরনো ইন্টারভিউ ক্লিপ

বিনোদন ডেস্ক : সামাজিক মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার একটি পুরনো ইন্টারভিউ ক্লিপ। ভিডিওটি ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে চাঞ্চল্য, আলোচনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সমালোচনাও।

ইন্টারভিউতে পূর্ণিমা অকপটে বলেন, ‘ফেরদৌস, আমিন খান—তারা তখন কোনো নায়িকার সঙ্গে তেমন একটা রোমান্টিক জুটি হিসেবে গড়তে পারছিলেন না। সব আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন শাবনূর আপু। সবাই তখন তার সঙ্গে সিনেমা করতে ব্যস্ত ছিলেন।’

এরপর অভিনেত্রী জানান, নিজে থেকেই তিনি চেষ্টা করেন নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করতে, আর সেই প্রয়াসেই জুটি বাঁধেন ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা মান্নার সঙ্গে। তার ভাষায়, ‘আমি চেষ্টা করলাম মান্না ভাইয়ের সঙ্গে জুটি করতে। মান্না ভাই নিজেও বলেছিলেন, তার সঙ্গে কাজ করতে। আমরা জুটি বাঁধলাম, হিট করল।’

তবে এখানেই থেমে থাকেননি পূর্ণিমা। তিনি জানান, তাদের সফল জুটির পরেই হঠাৎ করে শাবনূরও মান্নার সঙ্গে কাজ করার আগ্রহ দেখান। এরপর মান্না-শাবনূর জুটিকেও ঘিরে তৈরি হয় নতুন আগ্রহ, শুরু হয় নতুন পরিকল্পনা।

এতটুকু শেয়ার করতেই নেটিজেনদের একাংশের মধ্যে শুরু হয় মতভেদ। কেউ নায়িকার স্পষ্টবাদীতাকে প্রশংসা করছেন, কেউবা আবার বিষয়টিকে দেখছেন ‘পুরনো প্রসঙ্গ তুলে আলোচনায় আসার চেষ্টা’ হিসেবে।

তবে একাধিক চলচ্চিত্রবোদ্ধা মনে করেন, ঢাকাই চলচ্চিত্রের গৌরবময় অতীতকে জানার জন্য এই ধরনের ব্যক্তিগত অভিজ্ঞতার শেয়ার করা গুরুত্বপূর্ণ। এতে উঠে আসে সময়ের বাস্তবতা, তারকাদের পেছনের সংগ্রাম ও সম্পর্কের গতিপথ।

যদিও পূর্ণিমা কিংবা শাবনূর কেউই এ নিয়ে নতুন করে আর কোনো মন্তব্য দেননি, তবুও ভাইরাল হওয়া এই ইন্টারভিউ যেন স্মরণ করিয়ে দিল ঢালিউডের সোনালি অতীতের জুটিগুলোর কথাই—যেখানে পর্দার রসায়নের পেছনে ছিল অফস্ক্রিন অনেক না বলা গল্প।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে