সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২৯:০৬

গালি দেওয়ার ক্ষেত্রে আমার চাইতে অভিজ্ঞ লোক বাংলাদেশে আছে বলে মনে হয় না: আসিফ আকবর

গালি দেওয়ার ক্ষেত্রে আমার চাইতে অভিজ্ঞ লোক বাংলাদেশে আছে বলে মনে হয় না: আসিফ আকবর

বিনোদন ডেস্ক : গালাগালিতে নিজেকে যথেষ্ট পরিমাণ অভিজ্ঞ দাবি করে বাংলা সংগীতের ‘যুবরাজ’ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেছেন, তিনি তার সন্তানদের সবার আগে গালি শিখিয়েছেন, কেননা বাংলাদেশে গালি জানাটা অপরিহার্য।

সম্প্রতি নিউ ইয়র্ক থেকে প্রচারিত বাংলা ভাষাভাষীদের গণমাধ্যম ‘ঠিকানা’য় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের বিশেষ শোয়ে নিজের ব্যক্তিগত নানা বিষয়ে কথা বলেন আসিফ। 

সাক্ষাৎকারে ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদের এক প্রশ্নের জবাবে আসিফ বলেন, ‘আমি খুব সাংগঠনিক একজন মানুষ। মানুষ মনে করেন আমি মেজাজি, উশৃঙ্খল, পাগল টাইপের। কিন্তু আমি খুব সাংগঠনিক। আমাকে কোনোদিন নির্ধারিত সময়ের পরে পাওয়া যাবে না। সাড়ে ৮টা মানে সাড়ে ৮টা।’

কথার সূত্র ধরে আসিফ আরও বলেন, ‘আমাকে যারা চেনে তারা হয়তো আমার সম্বন্ধে জানেন। আর যারা চেনে না তারা আন্দাজ করে কথা বলে। আন্দাজ করে কথা বলা মহাপাপ। একটা ইস্যুতে মানুষ আমাকে নিয়ে চর্চা করে। আমি ভুল না করার জন্য চেষ্টা করি। কিন্তু মানুষ হিসেবে নির্ভুল হওয়া সম্ভাব না। 

যে ভুলগুলো হয় সেগুলোর জন্য আমি সাথে সাথে দুঃখ প্রকাশ করি এবং ভুলগুলো সংশোধন করে নিই। কারণ, এখন তো আগের দিন নেই, যে ভুলগুলো মুছে যাবে। এখন তো সব রেকর্ডেড। এটা হাজার হাজার বছর থাকবে। সুতরাং এখন ভুল করলে যতদ্রুত সম্ভাব সংশোধন করে ফেলা উচিত। আমি এটা করি। তারপরও যেগুলো নিয়ে কথা বার্তা হয় এগুলো হয়তো আমি তাদের বুঝাতে পারি না।’

এই তারকা যোগ করেন, ‘যতক্ষণ সে আমার কথাগুলো বুঝে না ততক্ষণ সে আমাকে গালি দেয়। গালি দিলে তারই গুনাহ হয়। গালি তো আমিও দেই। গালি দেওয়ার ক্ষেত্রে আমার চাইতে অভিজ্ঞ লোক বাংলাদেশে আছে বলে মনে হয় না। গালাগালিতে আমিও যথেষ্ট পরিমাণ ভালো। আমার ছেলেদেরকে প্রথমে গালি শিখিয়েছি। কারণ বাংলাদেশে গালি লাগে।’ 

প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাষ্ট্রে সংগীত সফরে গেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। গত ২৮ আগস্ট মার্কিন মুলুকে পৌঁছান আসিফ ও তার দল ‘দি এ টিম’। সেখানে প্রবাসী বাংলাদেশীদের গানের সুরে মাতিয়েছেন এই গায়ক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে