রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, ১০:৩৮:১৭

আমাকে মেরে ফেলে রিয়া মনিকে বিয়ে করতে চায় ম্যাক্স অভি: হিরো আলম

আমাকে মেরে ফেলে রিয়া মনিকে বিয়ে করতে চায় ম্যাক্স অভি: হিরো আলম

এমটিনিউজ২৪ ডেস্ক : আমাকে মেরে ফেলে রিয়া মনিকে বিয়ে করতে চায় ম্যাক্স অভি- এমনই অভিযোগ করছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সম্প্রতি রাজধানীর আফতাব নগর এলাকায় হিরো আলমকে মারধর করে একদল দুর্বৃত্ত। আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর মারাত্মক আহত হন। হাসপাতালে ভর্তি হতে হয়। সুস্থ হয়ে শনিবার আফতাব নগরের ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি। 

এরপর ফিরে মামলা করেন। এই মামলায় ম্যাক্স অভি ওরফে রিয়াজ অভিকে ৪ নম্বর আসামি করেন। এই মামলায় এক নম্বর আসামি করেছেন আরেক কন্টেন্ট ক্রিয়েটর মিথিলাকে।

হিরো আলমের দাবি মিথিলা ও ম্যাক্স অভি মিললে হিরো আলমকে মেরে ফেলার চেষ্টা চালিয়েছেন।

রবিবার দুপুরে হিরো আলম বলেন, ‘মিথিলা ও তাঁর স্বামী আমাকে মারতে চায়। অন্যদিকে, ম্যাক্স অভিও আমাকেও মারতে চায়। আমাকে মেরে ফেলতে পারলে সে রিয়া মনিকে বিয়ে করতে পারবে।

সে যে রিয়া মনিকে বিয়ে করতে চায় এই কথা অনেক ভিডিওতে বলেছে। তাই আমি মামলা করেছি।’ এই মামলায় আসামিরা হলেন, মিথিলা, মিথিলার স্বামী চমন, মিথিলার ভাই ও ম্যাক্স অভি।

গত সোমবার হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। এখন কিছুটা সুস্থ হয়ে বাসায় আছেন।   

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে