বিনোদন ডেস্ক : ছোট ও বড় পর্দার বিতর্কিত অভিনেত্রী সাদিয়া আয়মান। কাজের পাশাপাশি ব্যক্তিগত কারণেও খবরের শিরোনাম হয়ে থাকেন। দীর্ঘদিন ধরে শোবিজ অঙ্গনে গুঞ্জন উড়ছে, পরিচালক রেদওয়ান রনির সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী। বিভিন্ন অনুষ্ঠানে এ জুটিকে পাশাপাশি দেখা গেছে। যদিও তারা এই সম্পর্কের গুঞ্জনে নীরবতা পালন করেছেন।
নতুন করে বাতাসে ভেসে বেড়াচ্ছে, রনি-সাদিয়ার প্রেম ভেঙে গেছে। কারণ অন্য এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নির্মাতা রনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাদিয়া। প্রশ্ন ছুড়ে দিয়ে এই অভিনেত্রী গণমাধ্যমে বলেন—“এটা জানতে হবে আপনি কোথা থেকে শুনেছেন? এটা একটা ভুল ইনফরমেশন।”
কয়েক দিন আগে ‘সাবা’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে যাননি সাদিয়া আয়মান। অন্যদিকে, একটি গণমাধ্যমের অনুষ্ঠানে দেখা যায়নি রেদওয়ান রনিকে। অর্থাৎ রনি-সাদিয়াকে কেন একসঙ্গে দেখা যাচ্ছে না, তা জানতে চান সাংবাদিকরা। জবাবে সাদিয়া আয়মান বলেন, “সেদিন আমার শুটিং ছিল, তাই ‘সাবা’ সিনেমার প্রিমিয়ারে যাইনি। আর ডেইলি স্টারের অনুষ্ঠানে গিয়েছিলাম। কিন্তু আমাদের একসঙ্গে দেখেননি। কারণ কেন একটা মানুষের সঙ্গে আমি একসঙ্গে থাকব? তারও তো একটা আলাদা সার্কেল আছে। সম্পর্ক তো পরের কথা, আগে তো আমরা খুব ভালো বন্ধু।”
রেদওয়ান রনির সঙ্গে সাদিয়া আয়মানের কী ‘সম্পর্ক’ তা ব্যাখ্যা করেছেন। এ অভিনেত্রী বলেন, “বন্ধু হিসেবেই তো আমরা একসঙ্গে সব জায়গায় যাই। আমাদের একটা ফ্রেন্ডশিপ আছে এটাই। এখন একসঙ্গে দেখতে পারছেন না কারণ আমাদের কাজ থাকে। নিয়মিত নাটকের শুটিং না থাকলেও বিভিন্ন শুট থাকে, বাসায়ও কাজ থাকে। সে আবার সিনেমা বানাচ্ছে তারও কাজ আছে, আর তার সঙ্গে সবসময় আমাকে তো দেখতে পারবেন না, এটাই স্বাভাবিক। আমরা দুজনই আমাদের উভয়ের জীবন নিয়ে ব্যস্ত। এজন্য হয়তো আমাদের কোনো পাবলিক ইভেন্টে দেখতে পারছেন না। সে তার সিনেমা নিয়ে অনেক বেশি ব্যস্ত।”
গুঞ্জন উড়ছে, অন্য এক নারীর সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন রেদওয়ান রনি। এ সম্পর্কে সাদিয়া আয়মান বলেন, “আপনার কাছে তথ্য আসতেই পারে, এটা নিয়ে আমার কিছু বলার নেই। আর সে তো আমার ফ্রেন্ড। সে যে কারো সঙ্গে প্রেম করতেই পারে, এটা তার ইচ্ছা। তার বন্ধু হিসেবে আমি যতটুকু জানি, সে তার সিনেমার কাজ নিয়ে খুবই ব্যস্ত। এ কারণে আমাদের হয়তো একসঙ্গে কেউ দেখতে পারছে না, টাইমিং মিলছে না।”
রেদওয়ান রনির সঙ্গে বর্তমান সম্পর্ক ব্যাখ্যা করে সাদিয়া আয়মান বলেন, “আমরা এখনো খুব ভালো বন্ধু। আমাদের এখনো যোগাযোগ হয়, কথা হয়। ব্যস্ততার কারণেই আমাদের দেখা হচ্ছে না। সে তো আমার ফ্রেন্ড আমাদের কেন যোগাযোগ কমবে।”