বিনোদন ডেস্ক : উত্তরবঙ্গের জেলা শহর কুড়িগ্রামে সম্প্রতি অনুষ্ঠিত ‘ইত্যাদি’ অনুষ্ঠান নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। ভাওয়াইয়া শিল্পী ও গীতিকবি সফি ভাওয়াইয়া অভিযোগ করেছেন, জনপ্রিয় এই অনুষ্ঠান আয়োজনের সময় কুড়িগ্রামের স্থানীয় ভাওয়াইয়া শিল্পীদের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি।বরং এমন শিল্পীদের দিয়ে অনুষ্ঠান সাজানো হয়েছে যারা ভাওয়াইয়ার সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন।
ফেসবুকে সফি লিখেছেন, কুড়িগ্রাম ভাওয়াইয়ার সুতিকাগার। এই জেলার মাটিতে জন্ম নিয়েছেন ভাওয়াইয়ার মুকুট অনন্ত কুমার দেব, শফি ভাওয়াইয়া, পঞ্চানন রায়, ভুপতি ভুষণ বর্মা, জাহাঙ্গীর হোসেন জেহাদ সহ অসংখ্য জনপ্রিয় ও নিবেদিতপ্রাণ শিল্পী। এই ঐতিহ্যকে অবমূল্যায়ন করা এক ধরনের অশ্রদ্ধা।
তিনি আরও বলেন, ভাওয়াইয়া কুড়িগ্রামের প্রাণ। এই প্রাণকে অবমূল্যায়ন করা মানে উত্তরবঙ্গের সংস্কৃতি ও সত্ত্বাকে উপেক্ষা করা। হানিফ সংকেত সাহেবের মতো গুণী নির্মাতার কাছ থেকে আমরা আরও সংবেদনশীল দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করেছিলাম।
স্থানীয়রা সফির পোস্টে সমর্থন জানিয়েছে। তারা এটিকে দেখছেন গুরুতর অভিযোগ হিসেবে। তাদের মতে, শিল্পীদের উপযুক্ত মর্যাদা না দিতে পারাটা অনেক বড় অন্যায়।
একজন লিখেছেন, আপনার মর্যাদা অনেক উপরে। আমি মনে করি এটা নিয়ে কথা না বলাই ভালো। ওদের ব্যর্থতা যে আপনার মতো একজন শিল্পীকে খুঁজে বের করতে পারেনি।
সফি ভাওয়াইয়া পরবর্তীতে আহ্বান জানিয়েছেন, ভবিষ্যতে এমন আয়োজনের ক্ষেত্রে স্থানীয় ভাওয়াইয়া শিল্পীদের যথাযথ মর্যাদা দেওয়া হোক এবং এই ঐতিহ্যকে সম্মানের সঙ্গে তুলে ধরা হোক।