বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ০১:৫৬:০৭

‘গরিবের ডাক্তার’ এজাজুল চলাফেরা করেন বাসে, একেবারে সাধারণ জীবনযাপন

‘গরিবের ডাক্তার’ এজাজুল চলাফেরা করেন বাসে, একেবারে সাধারণ জীবনযাপন

বিনোদন ডেস্ক : আজ বুধবার সকালে ময়মনসিংহ থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসে উঠে অনেকে চমকে যান। কারণ, সেই বাসেই যাত্রী হিসেবে ছিলেন দেশের খ্যাতনামা চিকিৎসক ও অভিনেতা ডা. এজাজুল ইসলাম।

গাজীপুর চৌরাস্তা থেকে বাসে ওঠেন তিনি। তবে সিট না পেয়ে নির্দ্বিধায় চালকের পাশের ছোট বসার জায়গায় বসে পড়েন। বাসে থাকা এক যাত্রী সিট ছেড়ে দিতে চাইলে তিনি তা গ্রহণ করেননি। এমনকি পরেও যখন অন্যরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সিট ছেড়ে দিতে চেয়েছেন, তিনি হাসিমুখে সবাইকে ধন্যবাদ জানিয়ে নিজের জায়গাতেই বসে ছিলেন।

পরে যাত্রাপথে পাশের সিট খালি হলে আবারও কেউ তাকে ডাকলে তিনি নিজের বদলে অন্য এক যাত্রীকে সেখানে বসতে বলেন।

বাসে উপস্থিত যাত্রীরা বলেন, এত বড় একজন চিকিৎসক ও জনপ্রিয় অভিনেতা হয়েও ডা. এজাজুল ইসলামের এই বিনয়ী আচরণ সত্যিই অনুপ্রেরণাদায়ক।

একজন বলেন, ‘এখনকার দিনে হাসপাতাল বা রাস্তায় ডাক্তারদের দেখা মেলে না, কিন্তু উনি এত সহজভাবে সাধারণ মানুষের সঙ্গে চলাফেরা করেন—এটা অবিশ্বাস্য।’

সবাই একবাক্যে বলছিলেন, ডাক্তার এজাজুল ইসলাম শুধু নামেই নন, মনেও সত্যিকারের ‘গরিবের ডাক্তার’।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে