বিনোদন ডেস্ক : পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের স্বাস্থ্যের অবনতি হওয়ার পর তাকে দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনা জানার পর তার ভক্তদের মধ্যেও দেখা দিয়েছে উদ্বেগ।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, হানিয়া আমিরের হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়ার সঠিক কারণ এখনও জানা যায়নি।
তবে হানিয়ার সাম্প্রতিক ছবি এবং ভিডিওতে, তার চেহারা ফ্যাকাশে এবং অসুস্থ দেখা গেছে।
হিউস্টনে একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন হানিয়া আমির।
এদিকে, হাসপাতাল থেকে হানিয়ার ছবি ভাইরাল হয়েছে। এরপরই তার দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্তরা। সূত্র: জিও নিউজ